সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’

ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে