ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার একটি মসজিদের ভেতরে চার শিশুকে নির্যাতনের অভিযোগে বুধবার দুপুরে থানায় অভিযোগ করেছেন অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার রাতে ডোমার পৌরসভার বড় রাউতা এলাকায় একটি মসজিদে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুরা হলো—উপজেলার বড় রাউতা মডেল স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নুর মোহাম্মদ জিয়ন (১২), ইলিয়াছ সরকারের দুই ছেলে আম্মান ইসলাম লাম (১২) ও তালহা ইসলাম আবির (৯) এবং রওশনারা বেগমের ছেলে রঞ্জুন ইসলাম লাইম (১২)।
এ ঘটনায় অভিযুক্ত হলেন—ওই এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মশিয়ার রহমান (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শবে বরাতের নামাজ আদায়ের জন্য নুর মোহাম্মদ জিয়ন, আম্মান ইসলাম লাম, তালহা ইসলাম আবির এবং রঞ্জুন ইসলাম লাইম (১২) বড় রাউতা ওয়াকতিয়া মসজিদে যায়। এশা ফরজ নামাজের সময় মসজিদে আসা অন্যান্য শিশুরা হাসাহাসি ও মারামারি করতে থাকে। নামাজ শেষে মশিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে ওই চার শিশুকে চড়থাপ্পড় মারা শুরু করে। উপস্থিত অন্যান্য মুসল্লিরা ওই চার শিশুকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তারা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়।
এ বিষয়ে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ বীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট বাচ্চারা তো দুষ্টামি করবেই। তাদের বোঝাতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন নিয়মিত মসজিদে আসে। ৭ বছর হলেই বাচ্চাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিতে হবে। ১০ বছর হলে নামাজ না পড়লে শাসন করতে হবে।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নীলফামারীর ডোমার উপজেলার একটি মসজিদের ভেতরে চার শিশুকে নির্যাতনের অভিযোগে বুধবার দুপুরে থানায় অভিযোগ করেছেন অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার রাতে ডোমার পৌরসভার বড় রাউতা এলাকায় একটি মসজিদে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুরা হলো—উপজেলার বড় রাউতা মডেল স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নুর মোহাম্মদ জিয়ন (১২), ইলিয়াছ সরকারের দুই ছেলে আম্মান ইসলাম লাম (১২) ও তালহা ইসলাম আবির (৯) এবং রওশনারা বেগমের ছেলে রঞ্জুন ইসলাম লাইম (১২)।
এ ঘটনায় অভিযুক্ত হলেন—ওই এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মশিয়ার রহমান (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শবে বরাতের নামাজ আদায়ের জন্য নুর মোহাম্মদ জিয়ন, আম্মান ইসলাম লাম, তালহা ইসলাম আবির এবং রঞ্জুন ইসলাম লাইম (১২) বড় রাউতা ওয়াকতিয়া মসজিদে যায়। এশা ফরজ নামাজের সময় মসজিদে আসা অন্যান্য শিশুরা হাসাহাসি ও মারামারি করতে থাকে। নামাজ শেষে মশিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে ওই চার শিশুকে চড়থাপ্পড় মারা শুরু করে। উপস্থিত অন্যান্য মুসল্লিরা ওই চার শিশুকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তারা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়।
এ বিষয়ে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ বীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট বাচ্চারা তো দুষ্টামি করবেই। তাদের বোঝাতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন নিয়মিত মসজিদে আসে। ৭ বছর হলেই বাচ্চাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিতে হবে। ১০ বছর হলে নামাজ না পড়লে শাসন করতে হবে।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে