নীলফামারী প্রতিনিধি

ঈদুল ফিতরে যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এv জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের কাজ চলছে। এসব কোচ দিয়ে বিশেষ ট্রেন চালু ও বাকি কোচ নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে সংযোজন করবে কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, ঈদে কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে কারখানায় একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। সভায় কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামানসহ ২৯টি উপ-কারখানার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এ সময় কারখানার লোকবল পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বাজেটর স্বল্পতা রয়েছে। এর ওপর রয়েছে লোকবলের সংকট। তবে ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য শ্রমিকদের অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
প্রকৌশলীরা জানান, বর্তমানে রেলওয়ে কারখানার যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৩২ জন। বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন ১৪৮ জন। মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি। এ পরিস্থিতিতে লোকবল নিয়োগ না দেওয়া হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
রেলওয়ে কারখানার কর্মচারী হাবিবুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত কাজের বাইরে প্রতিবছর ঈদে অতিরিক্ত রেলকোচ মেরামতের কাজ করি। গত দুই বছর করোনাকালে কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় ছিল। ঈদ সামনে রেখে এখন অতিরিক্ত ৫০টি কোচ মেরামত করা হচ্ছে।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের মধ্যে রয়েছে চরম উদ্দীপনা। সেই উদ্দীপনাকে পুঁজি করে রেলসেবা বাড়াতে আমাদের নানা পদক্ষেপ রয়েছে। ঈদে উপলক্ষে অতিরিক্ত ৫০টি যাত্রীবাহী কোচ মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। এর মধ্যে কাজ শুরু হয়েছে।
বিভাগীয় তত্ত্বাবধায়ক আরও বলেন, মেরামত শেষে রেলবহরে কোচগুলো যুক্ত হলে আগামী ঈদে অতিরিক্ত ২৫ লাখ মানুষকে পরিবহনসেবা দেওয়া যাবে। মেরামতকৃত নতুন কোচের ট্রেনগুলোতে একদিকে যেমন থাকছে বাড়তি যাত্রী পরিবহনের সুবিধা, অন্যদিকে যাত্রীদের জন্যও থাকবে বাড়তি সুবিধা।

ঈদুল ফিতরে যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এv জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের কাজ চলছে। এসব কোচ দিয়ে বিশেষ ট্রেন চালু ও বাকি কোচ নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে সংযোজন করবে কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, ঈদে কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে কারখানায় একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। সভায় কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামানসহ ২৯টি উপ-কারখানার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এ সময় কারখানার লোকবল পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বাজেটর স্বল্পতা রয়েছে। এর ওপর রয়েছে লোকবলের সংকট। তবে ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য শ্রমিকদের অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
প্রকৌশলীরা জানান, বর্তমানে রেলওয়ে কারখানার যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৩২ জন। বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন ১৪৮ জন। মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি। এ পরিস্থিতিতে লোকবল নিয়োগ না দেওয়া হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
রেলওয়ে কারখানার কর্মচারী হাবিবুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত কাজের বাইরে প্রতিবছর ঈদে অতিরিক্ত রেলকোচ মেরামতের কাজ করি। গত দুই বছর করোনাকালে কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় ছিল। ঈদ সামনে রেখে এখন অতিরিক্ত ৫০টি কোচ মেরামত করা হচ্ছে।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের মধ্যে রয়েছে চরম উদ্দীপনা। সেই উদ্দীপনাকে পুঁজি করে রেলসেবা বাড়াতে আমাদের নানা পদক্ষেপ রয়েছে। ঈদে উপলক্ষে অতিরিক্ত ৫০টি যাত্রীবাহী কোচ মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। এর মধ্যে কাজ শুরু হয়েছে।
বিভাগীয় তত্ত্বাবধায়ক আরও বলেন, মেরামত শেষে রেলবহরে কোচগুলো যুক্ত হলে আগামী ঈদে অতিরিক্ত ২৫ লাখ মানুষকে পরিবহনসেবা দেওয়া যাবে। মেরামতকৃত নতুন কোচের ট্রেনগুলোতে একদিকে যেমন থাকছে বাড়তি যাত্রী পরিবহনের সুবিধা, অন্যদিকে যাত্রীদের জন্যও থাকবে বাড়তি সুবিধা।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে