নীলফামারী প্রতিনিধি

মাদ্রাসাছাত্র অপহরণের পর দুর্ঘটনার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতেন আরিফ। অপহরণ চক্রের মূল হোতা। পুরো নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আজ সোমবার নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৪ মার্চ শহর থেকে সিরাজ-উদ-দৌলা শুভ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র অপহরণ হয়। সে শহরের উকিলপাড়ার মাহমুদ আলমের ছেলে। পরে তার মা–বাবার কাছ থেকে অপহরণকারী ১২ হাজার ৮০০ টাকা মুক্তিপণ আদায় করে।’
গোলাম সবুর বলেন, ‘অপহরণের বিষটি নিশ্চিত হয়ে রোববার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিরগঞ্জ শ্বশুরবাড়ি থেকে তাঁকে (আরিফ) গ্রেপ্তার করা হয়।
এর আগে (১৪ মার্চ) অপহৃতের বাবা বিষয়টি থানায় জানালে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিন সৈয়দপুর রেলস্টেশন থেকে শুভকে উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্তকালে রংপুর রেলস্টেশন এলাকাতেও এমন ঘটনার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধান চালিয়ে অপহরণকারীর ছবি পুলিশের হাতে আসে। যে ছবিটি হুবহু আরিফের সঙ্গে মিলে যায়।
পুলিশ সুপার বলেন, ‘আরিফ মূলত বগুড়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্রদের টার্গেট করত, যাদের নিজেদের কোনো মোবাইল ফোন নেই। তাদের অপহরণ করে মা–বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে দুর্ঘটনার কথা বলে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিকাশ ও নগদে মুক্তিপণ আদায় করত।’
তিনি আরও বলেন, ‘আমি মা–বাবাদের অনুরোধ করব, এ রকম কোনো ফোনকল আপনাদের কাছে আসলে, আপনারা সন্তানের সঙ্গে কথা বলতে চাইবেন ও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদ্রাসাছাত্র অপহরণের পর দুর্ঘটনার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতেন আরিফ। অপহরণ চক্রের মূল হোতা। পুরো নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আজ সোমবার নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৪ মার্চ শহর থেকে সিরাজ-উদ-দৌলা শুভ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র অপহরণ হয়। সে শহরের উকিলপাড়ার মাহমুদ আলমের ছেলে। পরে তার মা–বাবার কাছ থেকে অপহরণকারী ১২ হাজার ৮০০ টাকা মুক্তিপণ আদায় করে।’
গোলাম সবুর বলেন, ‘অপহরণের বিষটি নিশ্চিত হয়ে রোববার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিরগঞ্জ শ্বশুরবাড়ি থেকে তাঁকে (আরিফ) গ্রেপ্তার করা হয়।
এর আগে (১৪ মার্চ) অপহৃতের বাবা বিষয়টি থানায় জানালে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিন সৈয়দপুর রেলস্টেশন থেকে শুভকে উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্তকালে রংপুর রেলস্টেশন এলাকাতেও এমন ঘটনার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধান চালিয়ে অপহরণকারীর ছবি পুলিশের হাতে আসে। যে ছবিটি হুবহু আরিফের সঙ্গে মিলে যায়।
পুলিশ সুপার বলেন, ‘আরিফ মূলত বগুড়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্রদের টার্গেট করত, যাদের নিজেদের কোনো মোবাইল ফোন নেই। তাদের অপহরণ করে মা–বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে দুর্ঘটনার কথা বলে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিকাশ ও নগদে মুক্তিপণ আদায় করত।’
তিনি আরও বলেন, ‘আমি মা–বাবাদের অনুরোধ করব, এ রকম কোনো ফোনকল আপনাদের কাছে আসলে, আপনারা সন্তানের সঙ্গে কথা বলতে চাইবেন ও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে