নীলফামারী প্রতিনিধি

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে