ডোমার (নীলফামারী) প্রতিনিধি

‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’

‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৬ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৯ মিনিট আগে