ডোমার (নীলফামারী) প্রতিনিধি

‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’

‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে