নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবার করা মামলায় অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে ওই ছাত্রী মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে ১৩০ টাকা নেয়। মাদ্রাসায় যাওয়ার পথে মোজাম্মেল হোসেনের দোকান থেকে ১০ টাকার দামের একটি কলম কিনে মনের ভুলে বাকি টাকা দোকানে ফেলে রেখে চলে যায়। কিছু সময় পর ফেলে আসা টাকা আনতে পুনরায় মোজাম্মেলের দোকানে যায় ওই ছাত্রী। এ সময় মোজাম্মেল বলেন দোকানে টাকা নেই। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা আনতে। পরে সে মোজাম্মেলের বাড়িতে টাকা আনতে যায়।
এ সময় মোজাম্মেল ওই ছাত্রীর পিছু নেন। সে ঘরে প্রবেশ করতেই মোজাম্মেল ঘরের দরজা বন্ধ করে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে ১৭ ও ১৯ জানুয়ারি চাকু দিয়ে ভয় দেখিয়ে পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মোজাম্মেল। আর এ ঘটনাটি কাউকে বললে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান মোজাম্মেল।
এর পর থেকে ওই ছাত্রী মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিল না। এর কারণ জানতে চাইলে কয়েক দিন পর বিষয়টি সে তার মায়ের কাছে খুলে বলে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় করা মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবার করা মামলায় অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে ওই ছাত্রী মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে ১৩০ টাকা নেয়। মাদ্রাসায় যাওয়ার পথে মোজাম্মেল হোসেনের দোকান থেকে ১০ টাকার দামের একটি কলম কিনে মনের ভুলে বাকি টাকা দোকানে ফেলে রেখে চলে যায়। কিছু সময় পর ফেলে আসা টাকা আনতে পুনরায় মোজাম্মেলের দোকানে যায় ওই ছাত্রী। এ সময় মোজাম্মেল বলেন দোকানে টাকা নেই। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা আনতে। পরে সে মোজাম্মেলের বাড়িতে টাকা আনতে যায়।
এ সময় মোজাম্মেল ওই ছাত্রীর পিছু নেন। সে ঘরে প্রবেশ করতেই মোজাম্মেল ঘরের দরজা বন্ধ করে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে ১৭ ও ১৯ জানুয়ারি চাকু দিয়ে ভয় দেখিয়ে পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মোজাম্মেল। আর এ ঘটনাটি কাউকে বললে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান মোজাম্মেল।
এর পর থেকে ওই ছাত্রী মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিল না। এর কারণ জানতে চাইলে কয়েক দিন পর বিষয়টি সে তার মায়ের কাছে খুলে বলে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় করা মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
২৯ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩২ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে