নেত্রকোনা প্রতিনিধি

পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।

পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১৭ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
৩৯ মিনিট আগে