পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।
ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?
উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।
এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।
সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।
ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?
উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।
এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।
সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৮ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে