নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পোস্ট অফিস থেকে তিন কিলোমিটার দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগার ঘটনায় জেলার পোস্ট অফিস পরিদর্শক, পোস্টমাস্টার ও পিয়নকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার এ ঘটনায় তাঁদের শোকজ করেন।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়।
গত ৩ আগস্ট নেত্রকোনা শহরের কোর্ট পোস্ট অফিস থেকে একটি চিঠি রেজিস্ট্রি করা হয়। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠির গন্তব্য বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ আগস্ট চিঠিটি মোহনগঞ্জ প্রধান ডাকঘরে এসে পৌঁছায়। কিন্তু সেই চিঠি তিন কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে পৌঁছায় ৭ সেপ্টেম্বর।
কম দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগায় পোস্ট অফিসে কর্মরতদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ‘৩ কিলোমিটার দূরত্বে চিঠি পৌঁছতে লাগল ১ মাস’—শিরোনামে ১৩ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
জেলা পোস্ট অফিস পরিদর্শক আবু হেনা মোনাছিফ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার শোকজ পত্রটি হাতে পেয়েছি। এ ঘটনায় আমার পাশাপাশি পোস্টমাস্টার ও পিয়নকেও শোকজ করা হয়েছে। হাতে পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ যথা শোকজের জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. ওবায়দুল হক জিকু বলেন, ‘এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার।’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী ডাক বিভাগ সেবার বিষয়ে আগের চেয়ে অনেক এগিয়েছে। এমন দু-একটা ঘটনা আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে।’
তিনি বলেন, সামনের দিনে ডাক বিভাগের সেবা আরও উন্নত হবে। এমনকি মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হবে। চিঠি পোস্ট অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাপকের মোবাইল পোনে বার্তা চলে যাবে।
এর আগে, দায়িত্ব অবহেলার অভিযোগে গত সেপ্টেম্বরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টারকে বরখাস্ত করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ পোস্ট অফিস থেকে তিন কিলোমিটার দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগার ঘটনায় জেলার পোস্ট অফিস পরিদর্শক, পোস্টমাস্টার ও পিয়নকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার এ ঘটনায় তাঁদের শোকজ করেন।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়।
গত ৩ আগস্ট নেত্রকোনা শহরের কোর্ট পোস্ট অফিস থেকে একটি চিঠি রেজিস্ট্রি করা হয়। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠির গন্তব্য বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ আগস্ট চিঠিটি মোহনগঞ্জ প্রধান ডাকঘরে এসে পৌঁছায়। কিন্তু সেই চিঠি তিন কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে পৌঁছায় ৭ সেপ্টেম্বর।
কম দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগায় পোস্ট অফিসে কর্মরতদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ‘৩ কিলোমিটার দূরত্বে চিঠি পৌঁছতে লাগল ১ মাস’—শিরোনামে ১৩ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
জেলা পোস্ট অফিস পরিদর্শক আবু হেনা মোনাছিফ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার শোকজ পত্রটি হাতে পেয়েছি। এ ঘটনায় আমার পাশাপাশি পোস্টমাস্টার ও পিয়নকেও শোকজ করা হয়েছে। হাতে পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ যথা শোকজের জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. ওবায়দুল হক জিকু বলেন, ‘এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার।’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী ডাক বিভাগ সেবার বিষয়ে আগের চেয়ে অনেক এগিয়েছে। এমন দু-একটা ঘটনা আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে।’
তিনি বলেন, সামনের দিনে ডাক বিভাগের সেবা আরও উন্নত হবে। এমনকি মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হবে। চিঠি পোস্ট অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাপকের মোবাইল পোনে বার্তা চলে যাবে।
এর আগে, দায়িত্ব অবহেলার অভিযোগে গত সেপ্টেম্বরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টারকে বরখাস্ত করা হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
৬ মিনিট আগে
মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩৬ মিনিট আগে