Ajker Patrika

নেত্রকোনায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২ 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২ 

নেত্রকোনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনার পর পিকআপের চালক শিপনকে আটক করেছে পুলিশ। তবে অটোরিকশা চালক পলাতক রয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা সদরের কান্দুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রবিন সরকারের ছেলে রমেশ সরকার (৪৮) ও বারহাট্টা উপজেলার মনাস গ্রামের তুলসী দাসের ছেলে আরাধন দাস (৩৬। আহতরা হলেন, ঠাকুরাকোনা গ্রামের জেসমিন ও মুক্তা। আটক পিকআপ চালক শিপন জেলা সদরের ঠাকুরাকোনা এলাকার বর্মন পাড়ার বাসিন্দা। 

পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জগামী মাছ বহনকারী পিকআপটি সকালে জেলা শহরের অদূরে নেত্রকোনা শহরগামী যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে অপর যাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর দুই যাত্রী ঠাকুরাকোনা এলাকার জেসমিন ও মুক্তা গুরুতর আহত হয়। তাদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘লাশ দুটির সুরতহাল রিপোর্ট শেষ করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তার হোসেন।  ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বড় চর এলাকায় কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে একটি চক্র রাতভর দুই থেকে তিনশ ট্রাকে মাটি লুট করে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) সালাউদ্দিন রবিন নামের একজনকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। তবে মূল আসামি আক্তার হোসেন ও তাঁর সহযোগী নাসির এখনো ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগের বিষয়ে কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জানান, মাটি কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সালাউদ্দিন তাঁর চাচাতো ভাই। সে তার জায়গা হতে মাটি কেটেছে।

নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন বলেন, জায়গাটি যৌথ মালিকানাধীন এবং ভিডিওতে মাটি কাটার বিষয়টি দেখা গেছে। পরিমাণ নির্ধারণে সময় লাগবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় আগেই মামলা ছিল। ওই মামলার আসামি হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আইনজীবী তালিকাভুক্তি

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা।

গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর আগে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ জুন। আর এমসিকিউ পরীক্ষা হয় গত বছরের ২৫ এপ্রিল।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য ১০ মাস বিভিন্ন ধাপে পরীক্ষা ও ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছে পরীক্ষার্থীদের।

জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) মৌখিক পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন। এতে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য দিন ও সময় বিন্যাস করা হয়। বার কাউন্সিলের নির্দেশনা মতে সব প্রার্থী নিজস্ব প্রবেশপত্র, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড, সব অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এবং ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মামলাসংক্রান্ত নোট বই বা কেস ডায়েরি নিয়ে মৌখিক পরীক্ষা দেন। অথচ দেড় মাসেও সেই পরীক্ষার ফল পাননি তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন বলেন, দেড় মাসেরও বেশি সময় ফল প্রকাশ না করায় আমরা খুবই মানসিক যন্ত্রণায় আছি। আশা করেছিলাম নতুন বছরের প্রথম দিন কালো কোট-টাই ও গাউন পরে আদালত অঙ্গনে বিচরণ করব। কিন্তু বার কাউন্সিল এখনো ফল প্রকাশ না করায় সে আশা পূরণ হয়নি। এখন চাই নির্বাচনের আগে যেন বার কাউন্সিল ফল প্রকাশ করে।

পরীক্ষার্থীরা আরও জানান, ফল প্রকাশের তারিখ ঘোষণা না করলে শিগগির আন্দোলনের ডাক দেবেন তাঁরা।

তামজিদ আহমেদ নামে একজন ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘কাল রবিবার সবাই সকাল ১০টায় চলে আসেন ভাইভার রেজাল্ট চাই। সাথে Admit card নিয়ে আসবেন।’

অর্নব কুমার দাস নামে একজন আইনজীবী ফেসবুক পোস্টে লেখেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এনরোলমেন্ট মৌখিক (ভাইভা) পরীক্ষার রেজাল্ট প্রকাশের দাবিতে রোববার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনে ফলপ্রত্যাশীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি তাদের উক্ত দাবি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি।’

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ইলেকশনের পরে। এটা এখন হচ্ছে না। যেহেতু ইলেকশন সামনে এসে গেছে। ইলেকশনের কথা চিন্তা করে এখন হচ্ছে না, ইলেকশনের পরে।’

এ বিষয়ে জানতে চাইলে বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফল প্রকাশের বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটা জুডিশিয়াল কাউন্সিলের বিষয়। জুডিশিয়াল কাউন্সিল ফল প্রস্তুত করে আমাদের দেয়। তখন আমরা এটা প্রকাশ করি।’

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলে সদস্য অ্যাডভোকেট মো. মাইনুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাল্টের বিষয়ে এক্সামিনেশন কমিটি আছে। ওটা বিচারপতিদের দ্বারা নিয়ন্ত্রিত। গত সপ্তাহে রেজাল্ট দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তারা দিতে পারেনি। এ বিষয় আমার কাছে আর কোনো আপডেট তথ্য নেই।’

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলে সদস্য মো. শফিকুল বলেন, লিখিত পরীক্ষায় পাসের বিষয়ে রিভিউ নিয়ে একটি ঝামেলা ছিল, যে কারণে ফল প্রকাশ দেরি হয়েছে। তবে নির্বাচনের আগে ফল প্রকাশ হবে বলে তিনি জানান।

বার কাউন্সিলের অপর সদস্য এনায়েত হোসেন বাচ্চু বলেন, ‘অ্যাড. জয়নুল আবেদিন নির্বাচনী কাজে ব্যস্ত। যে কারণে ফল প্রকাশ হচ্ছে না।’

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করে। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আহত একটি বিড়াল। ছবি: সংগৃহীত
আহত একটি বিড়াল। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে ওষুধ ব্যবসায়ী জিল্লুর রহমান উল্লেখ করেন, বাড়িতে তিনি দুটি বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটো প্রতিবেশী হীরার (হুসাইন কবির হীরা) বাড়িতে গেলে ওদের ঘরের ভেতরে আটকিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেন তিনি। এরপর মৃত ভেবে ঘরের দরজা খুলে দিলে একটি বিড়াল কোন রকমে বাড়িতে এসে পৌঁছায়। বিড়ালটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগকারী বলেন, ‘এরপর দ্বিতীয় বিড়ালটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ওই বিড়ালকে রক্তাক্ত অবস্থায় পাই। হীরা বিড়ালটিকে পিটিয়ে কয়েকটি দাঁত ভেঙে দিয়েছে। এ ছাড়া বিড়ালটির ডান চোখে রক্তাক্ত জখম করা হয়েছে। আজ শনিবার বিড়াল দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আনার পর একটি বিড়ালের মৃত্যু হয়েছে।’ 

জিল্লুর রহমান আরও বলেন, ‘ছুটির দিন থাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বন্ধ পাওয়া গেছে। পরে মনিরামপুর থানার ওসি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হুসাইন কবির হীরা বলেন, ‘জিল্লুরের বিড়াল বিভিন্ন সময়ে বাড়িতে এসে উৎপাত করে। শুক্রবার দুপুরে একটি বিড়াল ঘরে রান্না করা মাংস খেয়েছে। এ জন্য ওটাকে কয়েকটি বাড়ি মেরেছি। অন্য বিড়ালটিকে আমি মারিনি। ওটা আমার বাড়ি আসে না।’

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত