প্রতিনিধি

নেত্রকোনা: শত চেষ্টা করেও নয় বছরে মৃত থেকে জীবিত হতে পারেননি নেত্রকোণার মদন উপজেলার সাংবাদিক আবদুল আওয়াল (৩১)। তিনি উপজেলা পৌর সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে।
জাতীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক আবদুল আওয়ালের নাম ভোটার তালিকায় প্রথম ওঠে ২০০৮ সালে। এর পর ২০১২ সালে তিনি জানতে পারেন, তালিকায় মৃত হিসেবে উল্লেখ রয়েছে তাঁর নাম। এর পর থেকে আজ পর্যন্ত নির্বাচন কার্যালয়ে বারবার আবেদন করেও সংশোধন করতে পারেননি বিষয়টি। ফলে এক অর্থে জীবন্মৃত দশায় আছেন তিনি। ভুগতে হচ্ছে নানা সমস্যায়। ভোটার তালিকায় তাঁকে মৃত উল্লেখ করায় চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত দিতে পারেননি তিনি। এ নিয়ে খুবই দুর্বিসহ দিন কাটাতে হচ্ছে তাঁকে।
এ বিষয়ে আবদুল আওয়াল আজকের পত্রিকাকে আক্ষেপ করে বলেন, ‘ভোটার তালিকায় নিজেকে জীবিত প্রমাণ করতে আবেদন করেছি। গত নয় বছরে বিভিন্ন সময় উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়েছি। অফিসাররা শুধু আশ্বাস দেন। কিন্তু কোনো কাজ হয়নি।’ অনেকটা শ্লেষ মিশিয়েই বললেন, ‘এখনো জীবিত হতে পারলাম না। আমি জানি না কবে জীবিত হতে পারব।’
সরকারি চাকরির বয়সও চলে গিয়েছে জানিয়ে আবদুল আওয়াল বলেন, ‘২০১৪ সালে পৌরসভার মেয়রের কাছ থেকে আমি যে জীবিত আছি, সে বিষয়ে একটি প্রত্যয়নপ্রত নিই। এই দিয়েই কোনোভাবে কাজ চালিয়ে যাচ্ছি। সরকারি আবেদনসহ কোনো ধরনের আবেদন করতে পারছি না। সরকারি চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এ ছাড়া জমি–সংক্রান্ত কোনো কাজও করতে পারছি না।’
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি। আবেদন এলে সংশোধন করে দেওয়া হবে।’

নেত্রকোনা: শত চেষ্টা করেও নয় বছরে মৃত থেকে জীবিত হতে পারেননি নেত্রকোণার মদন উপজেলার সাংবাদিক আবদুল আওয়াল (৩১)। তিনি উপজেলা পৌর সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে।
জাতীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক আবদুল আওয়ালের নাম ভোটার তালিকায় প্রথম ওঠে ২০০৮ সালে। এর পর ২০১২ সালে তিনি জানতে পারেন, তালিকায় মৃত হিসেবে উল্লেখ রয়েছে তাঁর নাম। এর পর থেকে আজ পর্যন্ত নির্বাচন কার্যালয়ে বারবার আবেদন করেও সংশোধন করতে পারেননি বিষয়টি। ফলে এক অর্থে জীবন্মৃত দশায় আছেন তিনি। ভুগতে হচ্ছে নানা সমস্যায়। ভোটার তালিকায় তাঁকে মৃত উল্লেখ করায় চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত দিতে পারেননি তিনি। এ নিয়ে খুবই দুর্বিসহ দিন কাটাতে হচ্ছে তাঁকে।
এ বিষয়ে আবদুল আওয়াল আজকের পত্রিকাকে আক্ষেপ করে বলেন, ‘ভোটার তালিকায় নিজেকে জীবিত প্রমাণ করতে আবেদন করেছি। গত নয় বছরে বিভিন্ন সময় উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়েছি। অফিসাররা শুধু আশ্বাস দেন। কিন্তু কোনো কাজ হয়নি।’ অনেকটা শ্লেষ মিশিয়েই বললেন, ‘এখনো জীবিত হতে পারলাম না। আমি জানি না কবে জীবিত হতে পারব।’
সরকারি চাকরির বয়সও চলে গিয়েছে জানিয়ে আবদুল আওয়াল বলেন, ‘২০১৪ সালে পৌরসভার মেয়রের কাছ থেকে আমি যে জীবিত আছি, সে বিষয়ে একটি প্রত্যয়নপ্রত নিই। এই দিয়েই কোনোভাবে কাজ চালিয়ে যাচ্ছি। সরকারি আবেদনসহ কোনো ধরনের আবেদন করতে পারছি না। সরকারি চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এ ছাড়া জমি–সংক্রান্ত কোনো কাজও করতে পারছি না।’
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি। আবেদন এলে সংশোধন করে দেওয়া হবে।’

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে