নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবা ও নেশার ট্যাবলেটসহ (টাপেন্টাডল) উপজেলা যুবলীগের সহসভাপতি মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৭) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মনতলা গ্রাম থেকে ৩৫টি ইয়াবা ও ৪৮টি নেশার ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, সুমন একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। শরীফ মাহমুদ সুমন উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে সুমনকে পেয়ে দেহ তল্লাশি করে ৩৫টি ইয়াবা ও ৪৮টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়ার পর আটক করা হয়। বাড়ি তল্লাশি করতে রওনা হলে পুলিশ আসছে বলে চিৎকার করে সুমন তাঁর স্ত্রীকে সতর্ক করে দেয়। চিৎকার শুনেই ডুপ্লেক্স বাড়ির দরজা বন্ধ করে দেন সুমনের স্ত্রী। আধা ঘণ্টার বেশি সময় দরজা বন্ধ রেখে ভেতরে থাকা মাদক লুকিয়ে ফেলেন বলে পুলিশের ধারণা। পরে দরজা খুলে দিলেও আর মাদক খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা যুলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, ‘শরীফ মাহমুদ সুমন উপজেলা যুবলীগের সহসভাপতি হলেও তিনি দলীয় কাজে সক্রিয় নন। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে সব সময় কাজ করি। মাদকের এ ঘটনায় সুমনের বিরুদ্ধে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রাতেই সুমনের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবা ও নেশার ট্যাবলেটসহ (টাপেন্টাডল) উপজেলা যুবলীগের সহসভাপতি মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৭) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মনতলা গ্রাম থেকে ৩৫টি ইয়াবা ও ৪৮টি নেশার ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, সুমন একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। শরীফ মাহমুদ সুমন উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে সুমনকে পেয়ে দেহ তল্লাশি করে ৩৫টি ইয়াবা ও ৪৮টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়ার পর আটক করা হয়। বাড়ি তল্লাশি করতে রওনা হলে পুলিশ আসছে বলে চিৎকার করে সুমন তাঁর স্ত্রীকে সতর্ক করে দেয়। চিৎকার শুনেই ডুপ্লেক্স বাড়ির দরজা বন্ধ করে দেন সুমনের স্ত্রী। আধা ঘণ্টার বেশি সময় দরজা বন্ধ রেখে ভেতরে থাকা মাদক লুকিয়ে ফেলেন বলে পুলিশের ধারণা। পরে দরজা খুলে দিলেও আর মাদক খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা যুলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, ‘শরীফ মাহমুদ সুমন উপজেলা যুবলীগের সহসভাপতি হলেও তিনি দলীয় কাজে সক্রিয় নন। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে সব সময় কাজ করি। মাদকের এ ঘটনায় সুমনের বিরুদ্ধে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রাতেই সুমনের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে