নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিলঘুষি দেন শাহজাহান। তাতে ঘটনাস্থলেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান শাহজাহান।
এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ইমাম অনুপস্থিত ছিলেন। এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে চাচাতো ভাই শাহজাহান মিয়া তাতে আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন শাহজাহান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে শাহজাহান তাঁর ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিম উদ্দিনকে বেধড়ক কিলঘুষি মারেন শাহজাহান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে গেলে তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিলঘুষি দেন শাহজাহান। তাতে ঘটনাস্থলেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান শাহজাহান।
এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ইমাম অনুপস্থিত ছিলেন। এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে চাচাতো ভাই শাহজাহান মিয়া তাতে আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন শাহজাহান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে শাহজাহান তাঁর ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিম উদ্দিনকে বেধড়ক কিলঘুষি মারেন শাহজাহান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে গেলে তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৯ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে