নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পোস্ট অফিস থেকে তিন কিলোমিটার দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগার ঘটনায় জেলার পোস্ট অফিস পরিদর্শক, পোস্টমাস্টার ও পিয়নকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার এ ঘটনায় তাঁদের শোকজ করেন।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়।
গত ৩ আগস্ট নেত্রকোনা শহরের কোর্ট পোস্ট অফিস থেকে একটি চিঠি রেজিস্ট্রি করা হয়। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠির গন্তব্য বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ আগস্ট চিঠিটি মোহনগঞ্জ প্রধান ডাকঘরে এসে পৌঁছায়। কিন্তু সেই চিঠি তিন কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে পৌঁছায় ৭ সেপ্টেম্বর।
কম দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগায় পোস্ট অফিসে কর্মরতদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ‘৩ কিলোমিটার দূরত্বে চিঠি পৌঁছতে লাগল ১ মাস’—শিরোনামে ১৩ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
জেলা পোস্ট অফিস পরিদর্শক আবু হেনা মোনাছিফ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার শোকজ পত্রটি হাতে পেয়েছি। এ ঘটনায় আমার পাশাপাশি পোস্টমাস্টার ও পিয়নকেও শোকজ করা হয়েছে। হাতে পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ যথা শোকজের জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. ওবায়দুল হক জিকু বলেন, ‘এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার।’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী ডাক বিভাগ সেবার বিষয়ে আগের চেয়ে অনেক এগিয়েছে। এমন দু-একটা ঘটনা আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে।’
তিনি বলেন, সামনের দিনে ডাক বিভাগের সেবা আরও উন্নত হবে। এমনকি মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হবে। চিঠি পোস্ট অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাপকের মোবাইল পোনে বার্তা চলে যাবে।
এর আগে, দায়িত্ব অবহেলার অভিযোগে গত সেপ্টেম্বরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টারকে বরখাস্ত করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ পোস্ট অফিস থেকে তিন কিলোমিটার দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগার ঘটনায় জেলার পোস্ট অফিস পরিদর্শক, পোস্টমাস্টার ও পিয়নকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার এ ঘটনায় তাঁদের শোকজ করেন।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়।
গত ৩ আগস্ট নেত্রকোনা শহরের কোর্ট পোস্ট অফিস থেকে একটি চিঠি রেজিস্ট্রি করা হয়। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠির গন্তব্য বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ আগস্ট চিঠিটি মোহনগঞ্জ প্রধান ডাকঘরে এসে পৌঁছায়। কিন্তু সেই চিঠি তিন কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে পৌঁছায় ৭ সেপ্টেম্বর।
কম দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগায় পোস্ট অফিসে কর্মরতদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ‘৩ কিলোমিটার দূরত্বে চিঠি পৌঁছতে লাগল ১ মাস’—শিরোনামে ১৩ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
জেলা পোস্ট অফিস পরিদর্শক আবু হেনা মোনাছিফ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার শোকজ পত্রটি হাতে পেয়েছি। এ ঘটনায় আমার পাশাপাশি পোস্টমাস্টার ও পিয়নকেও শোকজ করা হয়েছে। হাতে পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ যথা শোকজের জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. ওবায়দুল হক জিকু বলেন, ‘এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার।’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী ডাক বিভাগ সেবার বিষয়ে আগের চেয়ে অনেক এগিয়েছে। এমন দু-একটা ঘটনা আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে।’
তিনি বলেন, সামনের দিনে ডাক বিভাগের সেবা আরও উন্নত হবে। এমনকি মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হবে। চিঠি পোস্ট অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাপকের মোবাইল পোনে বার্তা চলে যাবে।
এর আগে, দায়িত্ব অবহেলার অভিযোগে গত সেপ্টেম্বরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টারকে বরখাস্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে