নেত্রকোনা প্রতিনিধি

দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন নেত্রকোনা জেলা সাংবাদিকেরা। সাংবাদিক রানা আকন্দের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। সেই সঙ্গে ঘটনার চার দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে প্রেসক্লাব সড়কের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, আজকের পত্রিকার কলমাকান্দা প্রতিনিধি রানা আকন্দের ওপর হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ আসামিদের খুঁজে পায় না। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা হয়। সাংবাদিককে হত্যা করা হয়। এর কোনো বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিকদের ওপর নির্যাতন করতে সাহস পায় দুর্বৃত্তরা। এ সময় বক্তারা কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের রুবেল চেয়ারম্যানসহ বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহার চৌধুরীর সভাপতিত্বে এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় এই মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান খান, দৈনিক বাংলার নেত্রর সম্পাদক কামাল হোসাইন, এনটিভির স্টাফ প্রতিনিধি ভজন দাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সময় টিভির জেলা প্রতিনিধি আল্পনা বেগম প্রমুখ। এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা এই মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দের ওপর হামলা করা হয়। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সিধলী ব্রিজের ওপর রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায় কৈলাটি ইউনিয়নের সদ্য পরাজিত চেয়ারম্যান রুবেল ভুঁইয়া ও তাঁর লোকজন। এ সময় তাঁরা সাংবাদিক রানাকে কুপিয়ে ফেলে রেখে যায় ব্রিজের ওপর। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। রানা আকন্দের কপাল ও মাথায় প্রায় ১২টি সেলাই দিতে হয়েছে। এদিন রাতেই রানা আকন্দের বাবা বাদী হয়ে রুবেল চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন নেত্রকোনা জেলা সাংবাদিকেরা। সাংবাদিক রানা আকন্দের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। সেই সঙ্গে ঘটনার চার দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে প্রেসক্লাব সড়কের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, আজকের পত্রিকার কলমাকান্দা প্রতিনিধি রানা আকন্দের ওপর হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ আসামিদের খুঁজে পায় না। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা হয়। সাংবাদিককে হত্যা করা হয়। এর কোনো বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিকদের ওপর নির্যাতন করতে সাহস পায় দুর্বৃত্তরা। এ সময় বক্তারা কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের রুবেল চেয়ারম্যানসহ বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহার চৌধুরীর সভাপতিত্বে এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় এই মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান খান, দৈনিক বাংলার নেত্রর সম্পাদক কামাল হোসাইন, এনটিভির স্টাফ প্রতিনিধি ভজন দাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সময় টিভির জেলা প্রতিনিধি আল্পনা বেগম প্রমুখ। এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা এই মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দের ওপর হামলা করা হয়। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সিধলী ব্রিজের ওপর রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায় কৈলাটি ইউনিয়নের সদ্য পরাজিত চেয়ারম্যান রুবেল ভুঁইয়া ও তাঁর লোকজন। এ সময় তাঁরা সাংবাদিক রানাকে কুপিয়ে ফেলে রেখে যায় ব্রিজের ওপর। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। রানা আকন্দের কপাল ও মাথায় প্রায় ১২টি সেলাই দিতে হয়েছে। এদিন রাতেই রানা আকন্দের বাবা বাদী হয়ে রুবেল চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে