নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় ও খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুরোনো রেইনট্রি গাছে আগুন ধরে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ সময় আশপাশে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ওই গাছের শুকনো পাতার ওপর ফেলে দেয়। এতে শুকনো পাতায় আগুন ধরে যায়।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে জেলার খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুন লাগে। এতে কাপড় ব্যবসায়ী আবদুল কদ্দুস, চাল ব্যবসায়ী এমদাদ মিয়া, মনোহারী ব্যবসায়ী সবুজ খাঁ, ওয়েল্ডিং ব্যবসায়ী হিরন মিয়া, চা ব্যবসায়ী মুরাদ হোসেন, নাদিম হোসেন ও দুলাল মিয়ার ঘরে আগুন রেগে মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, ওই বাজারে ভেন্ডার রফিকুল ইসলাম খোকনের দলিল লেখার চেম্বারে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসীরা শ্যালো মেশিন দিয়ে পানি সেচে এবং ঘণ্টাখানেক পর মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন, অফিস আঙিনায় বেশ কয়েকটি পুরোনো গাছ রয়েছে। একটি গাছের পাতায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

নেত্রকোনার মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় ও খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুরোনো রেইনট্রি গাছে আগুন ধরে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ সময় আশপাশে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ওই গাছের শুকনো পাতার ওপর ফেলে দেয়। এতে শুকনো পাতায় আগুন ধরে যায়।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে জেলার খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুন লাগে। এতে কাপড় ব্যবসায়ী আবদুল কদ্দুস, চাল ব্যবসায়ী এমদাদ মিয়া, মনোহারী ব্যবসায়ী সবুজ খাঁ, ওয়েল্ডিং ব্যবসায়ী হিরন মিয়া, চা ব্যবসায়ী মুরাদ হোসেন, নাদিম হোসেন ও দুলাল মিয়ার ঘরে আগুন রেগে মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, ওই বাজারে ভেন্ডার রফিকুল ইসলাম খোকনের দলিল লেখার চেম্বারে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসীরা শ্যালো মেশিন দিয়ে পানি সেচে এবং ঘণ্টাখানেক পর মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন, অফিস আঙিনায় বেশ কয়েকটি পুরোনো গাছ রয়েছে। একটি গাছের পাতায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে