নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৬ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে