নাটোর প্রতিনিধি

নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাক-ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার বেলা ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে তেবাড়িয়া রেলক্রসিং লাইনের ওপর আটকে পড়া ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর তেবাড়িয়া রেল ক্রসিং অতিক্রম করার আগে গেটের বার ফেলানো ছিল। দুর্ঘটনা কবলিত ট্রাকটি অবৈধভাবে লেভেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে সড়কের ডিভাইডারে আটকে যায়। এ সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে আসতে দেখে ট্রাকটি লাইনের ওপর রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়। এ সময় মিনি ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হলে ইঞ্জিনের সামনে আটকে যায়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নাটোর বাফার সার গুদাম এলাকায় নিয়ে গিয়ে ট্রেনটি থেমে যায়।
নাটোর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলস্টেশনে প্রবেশের আগে নাটোরের তেবারিয়া রেল ক্রসিং এলাকায় রেল লাইনের ওপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মিনি ট্রাকটি লাইনের ওপর আটকে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যেহেতু ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর আগ মুহূর্তের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ফলে ট্রেনের গতি একেবারে কম ছিল। এ কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে ট্রাকটি উদ্ধার করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আকতার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। মিনি ট্রাকটিকে রেল লাইন থেকে সরিয়ে ফেলার পর বেলা ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাক-ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার বেলা ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে তেবাড়িয়া রেলক্রসিং লাইনের ওপর আটকে পড়া ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর তেবাড়িয়া রেল ক্রসিং অতিক্রম করার আগে গেটের বার ফেলানো ছিল। দুর্ঘটনা কবলিত ট্রাকটি অবৈধভাবে লেভেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে সড়কের ডিভাইডারে আটকে যায়। এ সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে আসতে দেখে ট্রাকটি লাইনের ওপর রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়। এ সময় মিনি ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হলে ইঞ্জিনের সামনে আটকে যায়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নাটোর বাফার সার গুদাম এলাকায় নিয়ে গিয়ে ট্রেনটি থেমে যায়।
নাটোর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলস্টেশনে প্রবেশের আগে নাটোরের তেবারিয়া রেল ক্রসিং এলাকায় রেল লাইনের ওপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মিনি ট্রাকটি লাইনের ওপর আটকে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যেহেতু ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর আগ মুহূর্তের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ফলে ট্রেনের গতি একেবারে কম ছিল। এ কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে ট্রাকটি উদ্ধার করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আকতার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। মিনি ট্রাকটিকে রেল লাইন থেকে সরিয়ে ফেলার পর বেলা ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
১৯ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২২ মিনিট আগে
মোবাইলে ইউবোর্ড অ্যাপস ইনস্টল করে খুব সহজে ডিজিটাল মাধ্যমে মাতৃভাষার বর্ণমালা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের চাকমা, মারমা ও ম্রো জনগোষ্ঠীর লোকজন। একই অ্যাপস দিয়ে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি ভাষায়ও।
২৮ মিনিট আগে