নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে গতকাল (শনিবার) রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রৌশন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর গ্রামের জীবন মিয়ার ছেলে এবং রুনা বেগম তার সাবেক স্ত্রী। তিনি পৌর এলাকার দত্তপাড়া আব্দুল করিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শহরতলির হাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযুক্ত রৌশন মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পলাতক থাকার ৪ ঘন্টা পর রাত ১২টার দিকে হাজীপুর নদীঘাট দিয়ে মেঘনা নদীতে নৌকাযোগে পালানোর চেষ্টা করে রৌশন মিয়া। এ সময় সদর থানা-পুলিশ নৌকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত রক্তমাখা ছোরা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত রৌশন মিয়া। পরে তাকে আদালতে পাঠানো হয়।’
নিহতের স্বজনেরা জানান, স্বামীর একাধিক বিয়েসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন রুনা বেগম। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে ফুসলিয়ে রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নেয়।
পরে সেখানেই দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ভাই মো. সাহা উদ্দিন বাদী হয়ে রৌশন মিয়াকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে গতকাল (শনিবার) রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রৌশন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর গ্রামের জীবন মিয়ার ছেলে এবং রুনা বেগম তার সাবেক স্ত্রী। তিনি পৌর এলাকার দত্তপাড়া আব্দুল করিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শহরতলির হাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযুক্ত রৌশন মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পলাতক থাকার ৪ ঘন্টা পর রাত ১২টার দিকে হাজীপুর নদীঘাট দিয়ে মেঘনা নদীতে নৌকাযোগে পালানোর চেষ্টা করে রৌশন মিয়া। এ সময় সদর থানা-পুলিশ নৌকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত রক্তমাখা ছোরা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত রৌশন মিয়া। পরে তাকে আদালতে পাঠানো হয়।’
নিহতের স্বজনেরা জানান, স্বামীর একাধিক বিয়েসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন রুনা বেগম। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে ফুসলিয়ে রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নেয়।
পরে সেখানেই দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ভাই মো. সাহা উদ্দিন বাদী হয়ে রৌশন মিয়াকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে