নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে গতকাল (শনিবার) রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রৌশন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর গ্রামের জীবন মিয়ার ছেলে এবং রুনা বেগম তার সাবেক স্ত্রী। তিনি পৌর এলাকার দত্তপাড়া আব্দুল করিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শহরতলির হাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযুক্ত রৌশন মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পলাতক থাকার ৪ ঘন্টা পর রাত ১২টার দিকে হাজীপুর নদীঘাট দিয়ে মেঘনা নদীতে নৌকাযোগে পালানোর চেষ্টা করে রৌশন মিয়া। এ সময় সদর থানা-পুলিশ নৌকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত রক্তমাখা ছোরা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত রৌশন মিয়া। পরে তাকে আদালতে পাঠানো হয়।’
নিহতের স্বজনেরা জানান, স্বামীর একাধিক বিয়েসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন রুনা বেগম। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে ফুসলিয়ে রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নেয়।
পরে সেখানেই দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ভাই মো. সাহা উদ্দিন বাদী হয়ে রৌশন মিয়াকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে গতকাল (শনিবার) রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রৌশন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর গ্রামের জীবন মিয়ার ছেলে এবং রুনা বেগম তার সাবেক স্ত্রী। তিনি পৌর এলাকার দত্তপাড়া আব্দুল করিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শহরতলির হাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযুক্ত রৌশন মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পলাতক থাকার ৪ ঘন্টা পর রাত ১২টার দিকে হাজীপুর নদীঘাট দিয়ে মেঘনা নদীতে নৌকাযোগে পালানোর চেষ্টা করে রৌশন মিয়া। এ সময় সদর থানা-পুলিশ নৌকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত রক্তমাখা ছোরা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত রৌশন মিয়া। পরে তাকে আদালতে পাঠানো হয়।’
নিহতের স্বজনেরা জানান, স্বামীর একাধিক বিয়েসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন রুনা বেগম। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে ফুসলিয়ে রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নেয়।
পরে সেখানেই দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ভাই মো. সাহা উদ্দিন বাদী হয়ে রৌশন মিয়াকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১০ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
৪২ মিনিট আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে