পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাগনের ছুরির আঘাতে আতাউর রহমান (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ছুরিকাঘাতে জখম হওয়ার সাত দিন পর গতকাল রোববার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পলাশ থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত ১৭ এপ্রিল বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের আলীনগর গ্রামের কবির শেখের ছেলে নিয়ন শেখ (২৪) পারিবারিক কলহের জেরে তাঁর মা সেফালি বেগমকে মারধর করেন। খবর পেয়ে একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও সেফালি বেগমের আপন ছোট ভাই আতাউর রহমান বোন সেফালি বেগমকে মারধর করার প্রতিবাদ করে। এ সময় নিয়ন শেখ আরও ক্ষিপ্ত হয়ে তাঁর মামা আতাউর রহমানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাঘাতে জখম আতাউর রহমানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আতাউর রহমানকে চিকিৎসা দেওয়া হয়। ওই প্রাইভেট হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আতাউর রহমান মারা যান।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভাগনের ছুরির আঘাতে মামা আতাউর রহমান জখম হওয়ার ঘটনাটি আগে কেউ থানায় জানায়নি।
রোববার রাত ১২টার দিকে নিহত আতাউর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করে নি। পাশাপাশি ঘাতক নিয়ন শেখও পলাতক রয়েছেন। ঘাতক নিয়ন শেখকে গ্রেপ্তারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

নরসিংদীর পলাশে বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাগনের ছুরির আঘাতে আতাউর রহমান (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ছুরিকাঘাতে জখম হওয়ার সাত দিন পর গতকাল রোববার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পলাশ থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত ১৭ এপ্রিল বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের আলীনগর গ্রামের কবির শেখের ছেলে নিয়ন শেখ (২৪) পারিবারিক কলহের জেরে তাঁর মা সেফালি বেগমকে মারধর করেন। খবর পেয়ে একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও সেফালি বেগমের আপন ছোট ভাই আতাউর রহমান বোন সেফালি বেগমকে মারধর করার প্রতিবাদ করে। এ সময় নিয়ন শেখ আরও ক্ষিপ্ত হয়ে তাঁর মামা আতাউর রহমানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাঘাতে জখম আতাউর রহমানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আতাউর রহমানকে চিকিৎসা দেওয়া হয়। ওই প্রাইভেট হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আতাউর রহমান মারা যান।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভাগনের ছুরির আঘাতে মামা আতাউর রহমান জখম হওয়ার ঘটনাটি আগে কেউ থানায় জানায়নি।
রোববার রাত ১২টার দিকে নিহত আতাউর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করে নি। পাশাপাশি ঘাতক নিয়ন শেখও পলাতক রয়েছেন। ঘাতক নিয়ন শেখকে গ্রেপ্তারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৮ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১৮ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৮ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে