প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদী জেলার মাটি লেবু চাষের জন্য উপযোগী বলে অনেক বছর ধরে এখানে উৎপাদিত হচ্ছে রসাল ও সুগন্ধিযুক্ত ঘ্রাণের ভরপুর কলম্বো জাতের লেবু। আবাদ করে ভালো ফলন ও দেশ-বিদেশের বাজারে আশানুরূপ দাম পাওয়ায় প্রতিবছরই লেবু চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। এখানকার কলম্বো জাতের লেবু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও রপ্তানি হচ্ছিল। এতে অনেকেরই ভাগ্যের চাকা ঘুরেছে।
রায়পুরা উপজেলার গুকলনগর গ্রামের সৈয়দ হুসেনের (দুলু মিয়ার) ছেলে বাবুল চৌধুরী। দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে কলম্বো জাতের লেবুর আবাদ করে আসছেন। তিনি দিনমজুরদের সঙ্গে থেকে সারা বছরই বাগানে মাটি তোলা, চারা তৈরি, সার দেওয়া, লেবু তুলে বাজারে বিক্রি করাসহ বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন। সুগন্ধি ও প্রচুর রসযুক্ত হওয়ায় এই লেবুর কদর অনেক বেশি। দেশ ছেড়ে বিশ্ববাজারেও স্থান করে নিয়েছে। অর্থনৈতিকভাবে ভালোই লাভবান হচ্ছিলেন তিনি। এখানকার লেবু বিক্রি হয় রাজধানী ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার, গাজীপুরের টঙ্গী বাজারসহ সারা দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু করোনার কারণে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তিনি।
স্থানীয় কয়েকজন জানান, সৈয়দ হুসেনের সফলতা দেখে গ্রামের অনেকে লেবুর চাষ শুরু করেন। সারা দেশসহ স্থানীয় বাজারেও এই লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে তাঁরা বাড়তি আয় করছেন। তা ছাড়া এ গ্রামের চাষিদের দারিদ্র্য বিমোচনেও অগ্রণী ভূমিকা রাখছে এটি।
বাবুল চৌধুরী বলেন, ‘২০ বছর আগে নিজ উদ্যোগে ভারত থেকে ৩৫ হাজার টাকায় কলম্বো জাতের ১ হাজার চারা ২৪০ শতক জমিতে রোপণ করি। প্রতিবছর কলম করে ১ হাজার ৪০০ শতক জমিতে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করি। রোগমুক্ত উৎপাদনের কারণে এখানকার লেবুর বাগানে পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করে ইউরোপীয় প্রতিনিধিদল। তারা আমদানিতে আগ্রহী হয়ে ওঠে। সারা বছর ধরেই এখানকার উৎপাদিত লেবু রপ্তানি হতো ইতালি, ফ্রান্স, লন্ডনসহ ইউরোপের দেশগুলোয়। প্রতিবছর ২০-২৫ লাখ টাকা আয় হতো। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে রপ্তানি বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে মন্দা যাচ্ছে। সেখানে গত দুই বছর ৫ লাখে চলে এসেছে। পাশাপাশি কলম করে ২৫ থেকে ৩০ হাজার চারা ২০ থেকে ২৫ টাকা পিছ বিক্রি করতে পারতাম। এমন পরিস্থিতিতে তাতেও ক্রেতাদের আগ্রহ নেই বললেই চলে। স্থানীয় বাজারে লেবুর দাম কম হওয়ায় সস্তায় বিক্রি করতে হচ্ছে।’
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশেদ আলম তপন জানান, লেবুবাগানে কাজ করে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবিকা নির্বাহ করছেন। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি এ জাতের লেবু বৈদেশিক রপ্তানি আয়ে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, উপজেলায় উৎপাদিত লেবুর বড় অংশ বহির্বিশ্বে রপ্তানি হচ্ছে। আমার বাগানের সুগন্ধিযুক্ত কলম্বো লেবু ইউরোপের বাজারে রপ্তানি হতো। কিন্তু করোনার কারণে তা ব্যাহত হচ্ছে। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগের মতো আবারও রপ্তানি শুরু হবে।’
কৃষি কর্মকর্তা আরও বলেন, রোগমুক্ত লেবুর উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ লেবুচাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে।

নরসিংদী জেলার মাটি লেবু চাষের জন্য উপযোগী বলে অনেক বছর ধরে এখানে উৎপাদিত হচ্ছে রসাল ও সুগন্ধিযুক্ত ঘ্রাণের ভরপুর কলম্বো জাতের লেবু। আবাদ করে ভালো ফলন ও দেশ-বিদেশের বাজারে আশানুরূপ দাম পাওয়ায় প্রতিবছরই লেবু চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। এখানকার কলম্বো জাতের লেবু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও রপ্তানি হচ্ছিল। এতে অনেকেরই ভাগ্যের চাকা ঘুরেছে।
রায়পুরা উপজেলার গুকলনগর গ্রামের সৈয়দ হুসেনের (দুলু মিয়ার) ছেলে বাবুল চৌধুরী। দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে কলম্বো জাতের লেবুর আবাদ করে আসছেন। তিনি দিনমজুরদের সঙ্গে থেকে সারা বছরই বাগানে মাটি তোলা, চারা তৈরি, সার দেওয়া, লেবু তুলে বাজারে বিক্রি করাসহ বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন। সুগন্ধি ও প্রচুর রসযুক্ত হওয়ায় এই লেবুর কদর অনেক বেশি। দেশ ছেড়ে বিশ্ববাজারেও স্থান করে নিয়েছে। অর্থনৈতিকভাবে ভালোই লাভবান হচ্ছিলেন তিনি। এখানকার লেবু বিক্রি হয় রাজধানী ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার, গাজীপুরের টঙ্গী বাজারসহ সারা দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু করোনার কারণে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তিনি।
স্থানীয় কয়েকজন জানান, সৈয়দ হুসেনের সফলতা দেখে গ্রামের অনেকে লেবুর চাষ শুরু করেন। সারা দেশসহ স্থানীয় বাজারেও এই লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে তাঁরা বাড়তি আয় করছেন। তা ছাড়া এ গ্রামের চাষিদের দারিদ্র্য বিমোচনেও অগ্রণী ভূমিকা রাখছে এটি।
বাবুল চৌধুরী বলেন, ‘২০ বছর আগে নিজ উদ্যোগে ভারত থেকে ৩৫ হাজার টাকায় কলম্বো জাতের ১ হাজার চারা ২৪০ শতক জমিতে রোপণ করি। প্রতিবছর কলম করে ১ হাজার ৪০০ শতক জমিতে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করি। রোগমুক্ত উৎপাদনের কারণে এখানকার লেবুর বাগানে পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করে ইউরোপীয় প্রতিনিধিদল। তারা আমদানিতে আগ্রহী হয়ে ওঠে। সারা বছর ধরেই এখানকার উৎপাদিত লেবু রপ্তানি হতো ইতালি, ফ্রান্স, লন্ডনসহ ইউরোপের দেশগুলোয়। প্রতিবছর ২০-২৫ লাখ টাকা আয় হতো। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে রপ্তানি বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে মন্দা যাচ্ছে। সেখানে গত দুই বছর ৫ লাখে চলে এসেছে। পাশাপাশি কলম করে ২৫ থেকে ৩০ হাজার চারা ২০ থেকে ২৫ টাকা পিছ বিক্রি করতে পারতাম। এমন পরিস্থিতিতে তাতেও ক্রেতাদের আগ্রহ নেই বললেই চলে। স্থানীয় বাজারে লেবুর দাম কম হওয়ায় সস্তায় বিক্রি করতে হচ্ছে।’
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশেদ আলম তপন জানান, লেবুবাগানে কাজ করে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবিকা নির্বাহ করছেন। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি এ জাতের লেবু বৈদেশিক রপ্তানি আয়ে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, উপজেলায় উৎপাদিত লেবুর বড় অংশ বহির্বিশ্বে রপ্তানি হচ্ছে। আমার বাগানের সুগন্ধিযুক্ত কলম্বো লেবু ইউরোপের বাজারে রপ্তানি হতো। কিন্তু করোনার কারণে তা ব্যাহত হচ্ছে। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগের মতো আবারও রপ্তানি শুরু হবে।’
কৃষি কর্মকর্তা আরও বলেন, রোগমুক্ত লেবুর উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ লেবুচাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
২৭ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে