নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁর ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় এই মামলা করেন। মামলায় পুটিয়ার কামারগাঁও এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ছয়জনের নাম উল্লেখসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া হামলার ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। দ্রুতই গুলির প্রকৃত কারণ জানা ও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
মামলার অন্য আসামিরা হলেন পূর্ব সৈয়দনগর এলাকার মো. মহসিন মিয়া (৪২), পুটিয়া কামারগাঁও এলাকার ইরান মোল্লা (৩০), মুনসেফেরচর এলাকার শাকিল (৩৫), কামারগাঁও এলাকার হুমায়ূন (৩২) ও নরসিংদী সদর থানার ভেলানগর এলাকার ড্রাইভার নূর মোহাম্মদ (৪৮)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার আসামিরা স্থানীয় একটি মসজিদের জন্য অনুদান নিতে এসেছেন জানিয়ে ফোন করে হারুনুর রশিদ খানকে দরজা খুলতে বলেন। দরজা খুললে তাঁরা বাসায় ঢোকেন। তাঁদের বসতে বলে আপ্যায়নের জন্য বাসার ফ্রিজের দিকে ঘুরলে হারুনুর রশিদ খানকে পেছন থেকে তিনজন গুলি করেন। এতে তিনি লুটিয়ে পড়লে আসামিরা ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
উল্লেখ্য, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:

নরসিংদীর শিবপুরে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁর ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় এই মামলা করেন। মামলায় পুটিয়ার কামারগাঁও এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ছয়জনের নাম উল্লেখসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া হামলার ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। দ্রুতই গুলির প্রকৃত কারণ জানা ও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
মামলার অন্য আসামিরা হলেন পূর্ব সৈয়দনগর এলাকার মো. মহসিন মিয়া (৪২), পুটিয়া কামারগাঁও এলাকার ইরান মোল্লা (৩০), মুনসেফেরচর এলাকার শাকিল (৩৫), কামারগাঁও এলাকার হুমায়ূন (৩২) ও নরসিংদী সদর থানার ভেলানগর এলাকার ড্রাইভার নূর মোহাম্মদ (৪৮)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার আসামিরা স্থানীয় একটি মসজিদের জন্য অনুদান নিতে এসেছেন জানিয়ে ফোন করে হারুনুর রশিদ খানকে দরজা খুলতে বলেন। দরজা খুললে তাঁরা বাসায় ঢোকেন। তাঁদের বসতে বলে আপ্যায়নের জন্য বাসার ফ্রিজের দিকে ঘুরলে হারুনুর রশিদ খানকে পেছন থেকে তিনজন গুলি করেন। এতে তিনি লুটিয়ে পড়লে আসামিরা ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
উল্লেখ্য, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৬ মিনিট আগে