নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়।
করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই।
প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’
এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়।
করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই।
প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’
এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৩১ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩৩ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে