নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়।
করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই।
প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’
এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়।
করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই।
প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’
এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৮ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৪৪ মিনিট আগে