সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ যাওয়ার পর থেকে অন্ধকারে রয়েছে পুরো এলাকা। তবে রাত ১১টার পর কয়েকটি এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ এলেও সিদ্ধিরগঞ্জের বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ নেই প্রায় ৭ ঘণ্টা ধরে। এতে করে ঝড়ের মাঝে বিপদে আছে সিদ্ধিরগঞ্জবাসী।
সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা, মিজমিঝি, আটি গ্রাম, হাউজিং হিরাঝিল, শাপলা চত্বর, দোয়েল চত্বর, পিএমএর মোড়, আদর্শনগর, সাইলো, চৌধুরীবাড়িসহ আশপাশের এলাকাগুলো অন্ধকারাচ্ছন্ন অবস্থা দেখা যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব এলাকায় সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ চলে গেছে। এরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) বিদ্যুৎ আসেনি।
এলাকাবাসী জানান, বিদ্যুৎ যাওয়ার পর বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ নেই জানিয়ে বাতাস থামলে বিদ্যুৎ আসবে জানায়। ১১টার পর বাতাস ও বৃষ্টি থামলেও বিদ্যুৎ আসেনি।
নতুন মহল্লার বাসিন্দা সাইদুল ইসলাম রানা বললেন, ‘কাজ শেষে বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা বলেন ঝড়ের গতি কমলে বিদ্যুৎ চলে আসবে।’
সাইদুল ইসলাম আরও বলেন, বৃষ্টি ও বাতাস কমার পরে বিদ্যুৎ অফিসে ফোন দিলে বলা হয় ৩০ মিনিটের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো আসেনি।
দোয়েল চত্বর এলাকার শাকীল জানান, বিদ্যুৎ তো সন্ধ্যা ৭টা থেকে নেই। এখন তো ঝড়-বৃষ্টি-বাতাস কিছুই নেই, এখন তো বিদ্যুৎ দিতে পারে। তিনি আরও বলেন, এখন রাত বাজে ২টা। ঘরে বিদ্যুৎ নেই, পানি নেই। এটা কোনো মানবিকতা হতে পারে?
হিরাঝিল এলাকার বাসিন্দা মুন্না জানান, বিদ্যুৎ নেই, দেশে দুর্যোগ। বিদ্যুৎ কখন আসবে তারও ঠিক নেই। এখানে তো ঝড় নেই তাহলে বিদ্যুৎ বিভ্রাট কেন?
চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা আফজাল বলেন, ‘বিদ্যুতের কথা না বলাই ভালো। আমরা কি আর দেশের মানুষ। ৭টায় গেছে। ১১টায় একবার ৫ সেকেন্ডের জন্য আসল, তারপর এখন রাত ১টায় বিদ্যুৎ নেই। জানি না রাতে আসবে কি না।’
বিদ্যুৎ কখন আসবে এবং কেন নেই জানতে সিদ্ধিরগঞ্জের ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কন্ট্রোল রুমে যোগাযোগ করলে সেখানকার এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে সিদ্ধিরগঞ্জের বেশ কিছু এলাকার লাইনে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও তার ছিঁড়ে গেছে। এসব সমস্যার জন্য আমাদের টিম কাজ করছে। তারা সমস্যার সমাধান করে আমাদের কনফার্ম করলে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিব।
এদিকে রাত ৮টায় জেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ কর্তৃক পরিস্থিতি বিবেচনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ প্রদান করা হয়। তবে সেই নির্দেশের বাস্তবায়ন দেখা যায়নি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ যাওয়ার পর থেকে অন্ধকারে রয়েছে পুরো এলাকা। তবে রাত ১১টার পর কয়েকটি এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ এলেও সিদ্ধিরগঞ্জের বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ নেই প্রায় ৭ ঘণ্টা ধরে। এতে করে ঝড়ের মাঝে বিপদে আছে সিদ্ধিরগঞ্জবাসী।
সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা, মিজমিঝি, আটি গ্রাম, হাউজিং হিরাঝিল, শাপলা চত্বর, দোয়েল চত্বর, পিএমএর মোড়, আদর্শনগর, সাইলো, চৌধুরীবাড়িসহ আশপাশের এলাকাগুলো অন্ধকারাচ্ছন্ন অবস্থা দেখা যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব এলাকায় সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ চলে গেছে। এরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) বিদ্যুৎ আসেনি।
এলাকাবাসী জানান, বিদ্যুৎ যাওয়ার পর বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ নেই জানিয়ে বাতাস থামলে বিদ্যুৎ আসবে জানায়। ১১টার পর বাতাস ও বৃষ্টি থামলেও বিদ্যুৎ আসেনি।
নতুন মহল্লার বাসিন্দা সাইদুল ইসলাম রানা বললেন, ‘কাজ শেষে বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা বলেন ঝড়ের গতি কমলে বিদ্যুৎ চলে আসবে।’
সাইদুল ইসলাম আরও বলেন, বৃষ্টি ও বাতাস কমার পরে বিদ্যুৎ অফিসে ফোন দিলে বলা হয় ৩০ মিনিটের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো আসেনি।
দোয়েল চত্বর এলাকার শাকীল জানান, বিদ্যুৎ তো সন্ধ্যা ৭টা থেকে নেই। এখন তো ঝড়-বৃষ্টি-বাতাস কিছুই নেই, এখন তো বিদ্যুৎ দিতে পারে। তিনি আরও বলেন, এখন রাত বাজে ২টা। ঘরে বিদ্যুৎ নেই, পানি নেই। এটা কোনো মানবিকতা হতে পারে?
হিরাঝিল এলাকার বাসিন্দা মুন্না জানান, বিদ্যুৎ নেই, দেশে দুর্যোগ। বিদ্যুৎ কখন আসবে তারও ঠিক নেই। এখানে তো ঝড় নেই তাহলে বিদ্যুৎ বিভ্রাট কেন?
চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা আফজাল বলেন, ‘বিদ্যুতের কথা না বলাই ভালো। আমরা কি আর দেশের মানুষ। ৭টায় গেছে। ১১টায় একবার ৫ সেকেন্ডের জন্য আসল, তারপর এখন রাত ১টায় বিদ্যুৎ নেই। জানি না রাতে আসবে কি না।’
বিদ্যুৎ কখন আসবে এবং কেন নেই জানতে সিদ্ধিরগঞ্জের ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কন্ট্রোল রুমে যোগাযোগ করলে সেখানকার এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে সিদ্ধিরগঞ্জের বেশ কিছু এলাকার লাইনে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও তার ছিঁড়ে গেছে। এসব সমস্যার জন্য আমাদের টিম কাজ করছে। তারা সমস্যার সমাধান করে আমাদের কনফার্ম করলে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিব।
এদিকে রাত ৮টায় জেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ কর্তৃক পরিস্থিতি বিবেচনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ প্রদান করা হয়। তবে সেই নির্দেশের বাস্তবায়ন দেখা যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে