নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়িক কাজের জন্য মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন জয়নাল ভূঁইয়া (৬৫)। কাজ শেষে আজ রোববার বেলা ২টায় লঞ্চে চড়ে বসেন। কিন্তু সেই যাত্রাই তাঁকে পৌঁছে দিল অন্তিম গন্তব্যে।
আজ রোববার বেলা ২টা ২০ মিনিটে কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় ডুবে যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফ। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিল। পথে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কিছু আগে চর সৈয়দপুর কদমতলী ব্রিজ এলাকায় জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় বেশ কিছু যাত্রী লাফিয়ে ও সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান অনেকে।
সাঁতরে তীরে ওঠা যাত্রীদের একজন ছিলেন জয়নাল ভূঁইয়া। সাঁতার জানায় শীতলক্ষ্যার পূর্ব পাড়ে বন্দর এলাকার মাহমুদনগরে পৌঁছাতে সক্ষম হন তিনি। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হন জয়নাল ভূঁইয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেতেই মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে ছুটে আসেন জয়নালের স্ত্রীসহ আত্মীয়স্বজন। যাত্রীবাহী ট্রলারে বসে বিলাপ করতে থাকেন স্ত্রী নাজমা বেগম (৪০)। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই দেখাই যে শেষ দেখা হবে আমি যদি আগে জানতাম, আমারে একা রাইখা কেন গেলা?’
জয়নাল ভূঁইয়ার স্ত্রীর বড় ভাই আব্দুল মান্নান ফরাজি জানান, জয়নাল হার্টের রোগী ছিলেন। কিছুদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বাল্কহেডের ব্যবসা করতে নিয়মিত নারায়ণগঞ্জে আসতেন। এর আগে লঞ্চ দুর্ঘটনা দেখে কিছুদিন গাড়িতে চলাচল করলেও এখন আবার লঞ্চে যাতায়াত করতেন। আজ সকালেও কাজে এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হওয়ার পর সাঁতরে তীরেও উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না তাঁর।
জয়নালের মৃত্যুর সংবাদে প্রতিবেশী থেকে শুরু করে স্বজনেরাও ছুটে আসেন শীতলক্ষ্যার তীরে। ঢাকা থেকে দুই মেয়ে আর রাজশাহীতে থাকা একমাত্র ছেলেও বাবার মৃত্যুসংবাদ শুনে রওনা দিয়েছেন।

ব্যবসায়িক কাজের জন্য মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন জয়নাল ভূঁইয়া (৬৫)। কাজ শেষে আজ রোববার বেলা ২টায় লঞ্চে চড়ে বসেন। কিন্তু সেই যাত্রাই তাঁকে পৌঁছে দিল অন্তিম গন্তব্যে।
আজ রোববার বেলা ২টা ২০ মিনিটে কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় ডুবে যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফ। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিল। পথে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কিছু আগে চর সৈয়দপুর কদমতলী ব্রিজ এলাকায় জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় বেশ কিছু যাত্রী লাফিয়ে ও সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান অনেকে।
সাঁতরে তীরে ওঠা যাত্রীদের একজন ছিলেন জয়নাল ভূঁইয়া। সাঁতার জানায় শীতলক্ষ্যার পূর্ব পাড়ে বন্দর এলাকার মাহমুদনগরে পৌঁছাতে সক্ষম হন তিনি। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হন জয়নাল ভূঁইয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেতেই মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে ছুটে আসেন জয়নালের স্ত্রীসহ আত্মীয়স্বজন। যাত্রীবাহী ট্রলারে বসে বিলাপ করতে থাকেন স্ত্রী নাজমা বেগম (৪০)। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই দেখাই যে শেষ দেখা হবে আমি যদি আগে জানতাম, আমারে একা রাইখা কেন গেলা?’
জয়নাল ভূঁইয়ার স্ত্রীর বড় ভাই আব্দুল মান্নান ফরাজি জানান, জয়নাল হার্টের রোগী ছিলেন। কিছুদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বাল্কহেডের ব্যবসা করতে নিয়মিত নারায়ণগঞ্জে আসতেন। এর আগে লঞ্চ দুর্ঘটনা দেখে কিছুদিন গাড়িতে চলাচল করলেও এখন আবার লঞ্চে যাতায়াত করতেন। আজ সকালেও কাজে এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হওয়ার পর সাঁতরে তীরেও উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না তাঁর।
জয়নালের মৃত্যুর সংবাদে প্রতিবেশী থেকে শুরু করে স্বজনেরাও ছুটে আসেন শীতলক্ষ্যার তীরে। ঢাকা থেকে দুই মেয়ে আর রাজশাহীতে থাকা একমাত্র ছেলেও বাবার মৃত্যুসংবাদ শুনে রওনা দিয়েছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৫ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪০ মিনিট আগে