নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক ব্যক্তিকে পিস্তল বের করে একটি ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি সরে যান।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার বাসিন্দা হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে সপরিবারে বসবাস করেন। এরই মধ্যে তিনি টেকনোয়াদ্দা এলাকায় কিছু জমি ক্রয় করেন। একই দাগে জমি ক্রয় করেন শামিম মিয়া নামে আরেক ব্যক্তি।
বিষয়টি যাচাইয়ে আজ (বুধবার) টেকনোয়াদ্দা মৌজার জমির জরিপকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় আসেন। খবর পেয়ে উভয়ে টেকনোয়াদ্দায় আসেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে শামিম মিয়ার লোকজন হারুন-অর-রশিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
হারুন মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। হারুন-অর-রশিদ পিস্তল বের করে একটি ফাঁকা ছোড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেন।
জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। তবে অস্ত্রধারীকে পাওয়া যায়নি। লোকমুখে আমরা শুনেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক ব্যক্তিকে পিস্তল বের করে একটি ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি সরে যান।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার বাসিন্দা হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে সপরিবারে বসবাস করেন। এরই মধ্যে তিনি টেকনোয়াদ্দা এলাকায় কিছু জমি ক্রয় করেন। একই দাগে জমি ক্রয় করেন শামিম মিয়া নামে আরেক ব্যক্তি।
বিষয়টি যাচাইয়ে আজ (বুধবার) টেকনোয়াদ্দা মৌজার জমির জরিপকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় আসেন। খবর পেয়ে উভয়ে টেকনোয়াদ্দায় আসেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে শামিম মিয়ার লোকজন হারুন-অর-রশিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
হারুন মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। হারুন-অর-রশিদ পিস্তল বের করে একটি ফাঁকা ছোড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেন।
জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। তবে অস্ত্রধারীকে পাওয়া যায়নি। লোকমুখে আমরা শুনেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪১ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৪৩ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১ ঘণ্টা আগে