Ajker Patrika

বিএনপির সংঘর্ষে জোড়া খুন, পৃথক মামলায় গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বন্দর থানা। ছবি: আজকের পত্রিকা
বন্দর থানা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে।

গতকাল রোববার রাতে বন্দর থানায় নিহত ব্যক্তিদের পরিবার বাদী হয়ে এসব মামলা করে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, দুটি মামলায় চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চা-দোকানি আব্দুল কুদ্দুস (৬০) হত্যায় তাঁর মেয়ে রোকসানা বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় নাসিকের সাবেক কমিশনার ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারকসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) হত্যায় তাঁর ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ৪ নম্বরে রয়েছেন নাসিকের সাবেক কাউন্সিলর শাহিন মিয়া।

দুটি মামলার এজাহারে সাবেক আরেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার গ্রুপের সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হলেও তাঁকে মামলায় আসামি করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত