নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর থানার আওতাধীন বউবাজার এলাকায় এক নারীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী মামলা দায়ের করলে গতকাল (মঙ্গলবার) রাতেই জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আসামিদের আদালতে পাঠালে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার হোমনা থানার ছোট ঘাগুটিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুমন রানা (৩৫), আড়াইহাজার থানার রতন শেখের স্ত্রী সেলিনা (৩৫) ও মুন্সিগঞ্জের বেজগাঁও এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আলী (৫৫)। একই ঘটনায় পলাতক রয়েছে মেহেদী হাসান (৩০) ও সৌরভ (৩০)।
থানার পুলিশ বলছে, মঙ্গলবার সন্ধ্যায় বউবাজার নয়াপাড়া এলাকায় অভিযুক্ত সেলিনার ভাড়াবাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিদের গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত হওয়ায় অভিযুক্ত সুমন রানার সঙ্গে প্রায়ই কথাবার্তা হতো। পরিচয়ের সুবাদে সম্প্রতি ভুক্তভোগী সুমনের কাছে ১ হাজার টাকা ধার চান। সুমন টাকা নিতে তাঁকে শহরের ডিআইটি এলাকায় যেতে বলেন। নির্ধারিত স্থানে যাওয়ার পর অভিযুক্ত সুমন জানান তাঁর কাছে টাকা নেই, তবে তিনি টাকা ম্যানেজ করে দিতে পারবেন। এরপর রিকশা নিয়ে বউবাজার নয়াপাড়া এলাকায় সেলিনার বাসায় ভুক্তভোগীকে নিয়ে যান সুমন। সেখানে অভিযুক্ত সেলিনা ভুক্তভোগীর কোলে থাকা শিশুটিকে কেড়ে নেন। এরপর সেখানে তাঁকে ধর্ষণ করেন সুমন। পরে সুমন আরও তিনজনকে ফোন দিয়ে ডেকে আনলে তারাও পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) খোকন চন্দ্র সরকার বলেন, ‘ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

নারায়ণগঞ্জের সদর থানার আওতাধীন বউবাজার এলাকায় এক নারীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী মামলা দায়ের করলে গতকাল (মঙ্গলবার) রাতেই জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আসামিদের আদালতে পাঠালে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার হোমনা থানার ছোট ঘাগুটিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুমন রানা (৩৫), আড়াইহাজার থানার রতন শেখের স্ত্রী সেলিনা (৩৫) ও মুন্সিগঞ্জের বেজগাঁও এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আলী (৫৫)। একই ঘটনায় পলাতক রয়েছে মেহেদী হাসান (৩০) ও সৌরভ (৩০)।
থানার পুলিশ বলছে, মঙ্গলবার সন্ধ্যায় বউবাজার নয়াপাড়া এলাকায় অভিযুক্ত সেলিনার ভাড়াবাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিদের গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত হওয়ায় অভিযুক্ত সুমন রানার সঙ্গে প্রায়ই কথাবার্তা হতো। পরিচয়ের সুবাদে সম্প্রতি ভুক্তভোগী সুমনের কাছে ১ হাজার টাকা ধার চান। সুমন টাকা নিতে তাঁকে শহরের ডিআইটি এলাকায় যেতে বলেন। নির্ধারিত স্থানে যাওয়ার পর অভিযুক্ত সুমন জানান তাঁর কাছে টাকা নেই, তবে তিনি টাকা ম্যানেজ করে দিতে পারবেন। এরপর রিকশা নিয়ে বউবাজার নয়াপাড়া এলাকায় সেলিনার বাসায় ভুক্তভোগীকে নিয়ে যান সুমন। সেখানে অভিযুক্ত সেলিনা ভুক্তভোগীর কোলে থাকা শিশুটিকে কেড়ে নেন। এরপর সেখানে তাঁকে ধর্ষণ করেন সুমন। পরে সুমন আরও তিনজনকে ফোন দিয়ে ডেকে আনলে তারাও পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) খোকন চন্দ্র সরকার বলেন, ‘ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে