ঢামেক প্রতিনিধি, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এ কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন বলেন, রূপগঞ্জে আগুনের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে ৪৫টি লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪টি মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। শনাক্ত হওয়া বাকি ২১ জনরে মরদেহ আগামী শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন অন্য হাসপাতালের মর্গে রাখা হলেও শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এনে তারপর এখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, টেকনিক্যাল কারণে বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা এখনও হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আসামি জামিনে রয়েছেন এতে ঘটনা তদন্তে কোন ব্যাঘাত ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ বিচারবিভাগীয় এখতিয়ার। তবে এখানে আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
আগুন লাগার কারণ কী তা আমরা তদন্তে খুঁজে পেয়েছি। বৈদ্যুতিক উৎস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তদন্তে পেয়েছি। খুব দ্রুত আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। এ ঘটনায় কারও অবহেলা ছিল কিনা তা তদন্তে আরও সময় লাগবে।
এদিকে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম মাহফুজুর রহমান বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৪টি লাশের জন্যই পরিবারের কাছে দাফন-কাফন এর জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে, মো. আয়াত হোসেন, মো. নাঈম ইসলাম, নুসরাত জাহান টুকটুকি, হিমা আক্তার, মোসা. সাগরিকা শায়লা, খাদেজা আক্তার, মোহাম্মদ আলী, তাকিয়া আক্তার, মোসা. শাহানা আক্তার, মোসা. মিতু আক্তার, জাহানারা, মোসা. ফারজানা, মোসা. ফাতেমা আক্তার, মোসা. নাজমা খাতুন, ইসরাত জাহান তুলি, মোসা. নাজমা বেগম, মো. রাশেদ, মো. রাকিব হোসেন, ফিরোজা, মো. তারেক জিয়া, মো. রিপন মিয়া, মোসা. শাহানা আক্তার, মো. মুন্না ও রিয়া আক্তার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এ কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন বলেন, রূপগঞ্জে আগুনের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে ৪৫টি লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪টি মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। শনাক্ত হওয়া বাকি ২১ জনরে মরদেহ আগামী শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন অন্য হাসপাতালের মর্গে রাখা হলেও শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এনে তারপর এখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, টেকনিক্যাল কারণে বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা এখনও হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আসামি জামিনে রয়েছেন এতে ঘটনা তদন্তে কোন ব্যাঘাত ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ বিচারবিভাগীয় এখতিয়ার। তবে এখানে আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
আগুন লাগার কারণ কী তা আমরা তদন্তে খুঁজে পেয়েছি। বৈদ্যুতিক উৎস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তদন্তে পেয়েছি। খুব দ্রুত আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। এ ঘটনায় কারও অবহেলা ছিল কিনা তা তদন্তে আরও সময় লাগবে।
এদিকে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম মাহফুজুর রহমান বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৪টি লাশের জন্যই পরিবারের কাছে দাফন-কাফন এর জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে, মো. আয়াত হোসেন, মো. নাঈম ইসলাম, নুসরাত জাহান টুকটুকি, হিমা আক্তার, মোসা. সাগরিকা শায়লা, খাদেজা আক্তার, মোহাম্মদ আলী, তাকিয়া আক্তার, মোসা. শাহানা আক্তার, মোসা. মিতু আক্তার, জাহানারা, মোসা. ফারজানা, মোসা. ফাতেমা আক্তার, মোসা. নাজমা খাতুন, ইসরাত জাহান তুলি, মোসা. নাজমা বেগম, মো. রাশেদ, মো. রাকিব হোসেন, ফিরোজা, মো. তারেক জিয়া, মো. রিপন মিয়া, মোসা. শাহানা আক্তার, মো. মুন্না ও রিয়া আক্তার।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৯ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে