ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।
মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন।
মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’
বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।
মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন।
মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’
বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২৪ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২ ঘণ্টা আগে