Ajker Patrika

চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বন্দুক হাতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীকে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

আজ রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ সন্ধ্যায় ওই ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তাঁর বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। কিন্তু সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তাঁর লোকজন সোহরাবের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার জানালে আজ রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভূঁইয়াসহ ১০-১২ জনের একটি দল তাঁকে মারধর করেন। পরে শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া বলেন, ‘এটা আমার বাবার রেখে যাওয়া বন্দুক। এটার লাইসেন্স রয়েছে। আমি কোনো হত্যার হুমকি দেইনি।’

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত