নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে।’ আজ বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে। এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়া কথা। কিন্তু এরা খুশি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ ইউরোপে গ্যাসের সমস্যা হবে। ডলারের মার্কেট রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো গ্রোয়িং আপ কান্ট্রি। যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা, সেখানে প্রধানমন্ত্রী সবকিছু সামাল দিচ্ছেন।’
খাদ্যসংকট হবে না উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা চাল উৎপাদন করি। এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে (এগুলো) তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম যদি না আসে, কিংবা মূল্য যদি বেড়ে যায়; ভুট্টার মূল্য যদি বেড়ে যায়, তাহলে গরুর দুধ, ডিম, মাছ-মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করা উচিত। আমাদের কোনো কিছু অপচয় করা উচিত না।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে।’ আজ বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে। এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়া কথা। কিন্তু এরা খুশি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ ইউরোপে গ্যাসের সমস্যা হবে। ডলারের মার্কেট রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো গ্রোয়িং আপ কান্ট্রি। যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা, সেখানে প্রধানমন্ত্রী সবকিছু সামাল দিচ্ছেন।’
খাদ্যসংকট হবে না উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা চাল উৎপাদন করি। এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে (এগুলো) তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম যদি না আসে, কিংবা মূল্য যদি বেড়ে যায়; ভুট্টার মূল্য যদি বেড়ে যায়, তাহলে গরুর দুধ, ডিম, মাছ-মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করা উচিত। আমাদের কোনো কিছু অপচয় করা উচিত না।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২১ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪০ মিনিট আগে