উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীসহ তিনজনকে অপহরণ করে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মামলার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রবাসীসহ অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীসহ তিনজনকে উদ্ধার করা হয়।
পরে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণের জন্য আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন মালয়েশিয়াপ্রবাসী আক্কাস মোল্লা (৪৮), তাঁর ছেলে মিলন মোল্লা ও ভাতিজা মোস্তাক মোল্লা। ভুক্তভোগীরা পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দী গ্রামের বাসিন্দা।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে প্রবাসী আক্কাস মোল্লা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তী সময় বিমানবন্দরের ওই রাত সাড়ে ১১টার দিকে আগমনী ১ নম্বর ক্যানোপির বাইর গেটে সামনের রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা প্রবাসী আক্কাস মোল্লা, তাঁর ছেলে ও ভাতিজাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা করেন।
কীভাবে অপহরণ করা হলো? এমন প্রশ্নের জবাবে ওসি তাসলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণকারীরা ভুক্তভোগী প্রবাসীকে বলেন, আপনার সঙ্গের দুজন যাত্রী আমাদের গয়না নিয়ে গেছেন। তাদের বাড়ি দেখিয়ে দেওয়ার অনুরোধ জানালে প্রবাসী রাজি হয়ে তাদের স্বজনেরা গাড়িতে ওঠেন। তারপর অপহরণকারী তাদের রূপগঞ্জে নিয়ে আটকিয়ে রেখে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে তাদের মুক্তিপণের টাকার জন্য শারীরিক নির্যাতনও করা হয়।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীসহ তিনজনকে অপহরণ করে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মামলার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রবাসীসহ অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীসহ তিনজনকে উদ্ধার করা হয়।
পরে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণের জন্য আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন মালয়েশিয়াপ্রবাসী আক্কাস মোল্লা (৪৮), তাঁর ছেলে মিলন মোল্লা ও ভাতিজা মোস্তাক মোল্লা। ভুক্তভোগীরা পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দী গ্রামের বাসিন্দা।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে প্রবাসী আক্কাস মোল্লা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তী সময় বিমানবন্দরের ওই রাত সাড়ে ১১টার দিকে আগমনী ১ নম্বর ক্যানোপির বাইর গেটে সামনের রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা প্রবাসী আক্কাস মোল্লা, তাঁর ছেলে ও ভাতিজাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা করেন।
কীভাবে অপহরণ করা হলো? এমন প্রশ্নের জবাবে ওসি তাসলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণকারীরা ভুক্তভোগী প্রবাসীকে বলেন, আপনার সঙ্গের দুজন যাত্রী আমাদের গয়না নিয়ে গেছেন। তাদের বাড়ি দেখিয়ে দেওয়ার অনুরোধ জানালে প্রবাসী রাজি হয়ে তাদের স্বজনেরা গাড়িতে ওঠেন। তারপর অপহরণকারী তাদের রূপগঞ্জে নিয়ে আটকিয়ে রেখে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে তাদের মুক্তিপণের টাকার জন্য শারীরিক নির্যাতনও করা হয়।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৬ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে