সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করতে গিয়ে গ্যাস জমে থাকার কারণে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই ও বাবা।
আজ সোমবার সকালে আদমজী এসও রোড এলাকার মেঘনা ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ (২২) ওই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত হয় নিহতের ছোট ভাই ফাহিম (১২) ও তাঁর বাবা নাজির হোসেন (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার জানায়, ওই ট্যাংকলরির মালিক জাহাঙ্গীর তাঁদের গতকাল রাতে গাড়ি থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে গাড়িটি পরিষ্কার করে দিতে বলে। তাঁর কথায় প্রথমে ফাহিম গাড়িটির ভেতর নামলে সে বের না হওয়ায় তাঁকে উদ্ধার করতে তাঁর বাবা নাজির ট্যাংকলরির ভেতরে নামেন। পরে তাঁদের দুজনেরই কোনো হদিস না মিললে নাজিরের বড় ছেলে আবু সাঈদও ট্যাংকলরির ভেতরে নামেন। তখন এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। এ সময় সাঈদের অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্যাংকলরিটির ভেতর গ্যাসের চাপ থাকায় এ ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃতের বাবা নাজির হোসেন সুস্থ রয়েছেন। আর ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করতে গিয়ে গ্যাস জমে থাকার কারণে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই ও বাবা।
আজ সোমবার সকালে আদমজী এসও রোড এলাকার মেঘনা ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ (২২) ওই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত হয় নিহতের ছোট ভাই ফাহিম (১২) ও তাঁর বাবা নাজির হোসেন (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার জানায়, ওই ট্যাংকলরির মালিক জাহাঙ্গীর তাঁদের গতকাল রাতে গাড়ি থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে গাড়িটি পরিষ্কার করে দিতে বলে। তাঁর কথায় প্রথমে ফাহিম গাড়িটির ভেতর নামলে সে বের না হওয়ায় তাঁকে উদ্ধার করতে তাঁর বাবা নাজির ট্যাংকলরির ভেতরে নামেন। পরে তাঁদের দুজনেরই কোনো হদিস না মিললে নাজিরের বড় ছেলে আবু সাঈদও ট্যাংকলরির ভেতরে নামেন। তখন এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। এ সময় সাঈদের অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্যাংকলরিটির ভেতর গ্যাসের চাপ থাকায় এ ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃতের বাবা নাজির হোসেন সুস্থ রয়েছেন। আর ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৭ মিনিট আগে