সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকায় আ. লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, তাঁর ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক নেতা আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার রাত ৮টার দিকে আব্দুর রউফের লোকজন আব্দুল হালিমের সমর্থকদের ওপর হামলা চালায় এবং অফিস ভাঙচুর করেন। এ সময় সাতজন কর্মী-সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম বলেন, গত শুক্রবার যুবলীগের সমাবেশে যারা যোগ দিয়েছেন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন যুবদল নেতা আব্দুর রউফের লোকজন। এরই জেরে হামলা ও আ. লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
অভিযোগের বিষয়ে আব্দুর রউফ বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের লোকজন জড়িত নন। আওয়ামী লীগের লোকজন নিজেরাই তাঁদের কার্যালয় ভাঙচুর করে আমাদের নামে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। উল্টো হালিম মিয়ার লোকজন আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন। হামলার ঘটনায় আমাদের কয়েকজন লোক আহত হয়েছেন।’
মামলার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকায় আ. লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, তাঁর ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক নেতা আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার রাত ৮টার দিকে আব্দুর রউফের লোকজন আব্দুল হালিমের সমর্থকদের ওপর হামলা চালায় এবং অফিস ভাঙচুর করেন। এ সময় সাতজন কর্মী-সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম বলেন, গত শুক্রবার যুবলীগের সমাবেশে যারা যোগ দিয়েছেন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন যুবদল নেতা আব্দুর রউফের লোকজন। এরই জেরে হামলা ও আ. লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
অভিযোগের বিষয়ে আব্দুর রউফ বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের লোকজন জড়িত নন। আওয়ামী লীগের লোকজন নিজেরাই তাঁদের কার্যালয় ভাঙচুর করে আমাদের নামে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। উল্টো হালিম মিয়ার লোকজন আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন। হামলার ঘটনায় আমাদের কয়েকজন লোক আহত হয়েছেন।’
মামলার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
১ ঘণ্টা আগে