সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তাঁর ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হানকে (১৮) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে আটক রায়হানকে আদালতের নির্দেশে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
আবু রায়হানের আরেক ভাই সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। বাসায় তাঁকে না পেয়ে ছোট ভাই রায়হানকে আটক করে। আমরা তখন বলেছি, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’
সাগর আরও বলেন, ‘তখন পুলিশ বলে, প্রমাণ হিসেবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়ে দেয়।’
সাগর বলেন, গতকাল বুধবার আবু রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই রায়হানের পরবর্তী পরীক্ষা। এর আগে জামিন না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে!
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তাঁর ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হানকে (১৮) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে আটক রায়হানকে আদালতের নির্দেশে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
আবু রায়হানের আরেক ভাই সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। বাসায় তাঁকে না পেয়ে ছোট ভাই রায়হানকে আটক করে। আমরা তখন বলেছি, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’
সাগর আরও বলেন, ‘তখন পুলিশ বলে, প্রমাণ হিসেবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়ে দেয়।’
সাগর বলেন, গতকাল বুধবার আবু রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই রায়হানের পরবর্তী পরীক্ষা। এর আগে জামিন না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে!
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৩৯ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৪১ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে