নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর নিলয় আহমেদ বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু বন্দরের বাগবাড়ি এলাকার শোভন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি গেঞ্জি কারখানা পরিচালনা করতেন।
জানা যায়, গত ১ মে একজন নারীর অভিযোগের ভিত্তিতে বাবুকে ধরতে যায় পুলিশ। সে সময় পুলিশের ভয়ে একতলা বাড়ি থেকে ডোবায় ঝাঁপ দেন নিলয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।
নিহত বাবুর স্বজনেরা অভিযোগ করে বলছে, ‘কয়েক দিন আগে স্থানীয় রেষারেষির জের ধরে হাসিনা বেগম নামে এক নারী তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। এরই জের ধরে এসআই রওশন বাবুকে ধরতে এসে ধাওয়া দেয়। এ সময় বাবু ভয়ে একতালা বাড়ির ওপর থেকে ডোবায় ঝাঁপ দেয়। তাকে ধরতে না পেরে ওপর থেকে ঢিল ছুড়ে মারে এসআই। এরপর থেকেই বাবু নিখোঁজ ছিল। বুধবার সকালে ডোবায় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই তার লাশ দেখতে পাই আমরা।’
এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে এসে রোষানলে পরে বন্দর থানা-পুলিশ। নিহতের স্বজনেরাসহ স্থানীয়রা অভিযুক্ত এসআই এবং হাসিনা বেগমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা বাবু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসআই রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি আমরা।’

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর নিলয় আহমেদ বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু বন্দরের বাগবাড়ি এলাকার শোভন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি গেঞ্জি কারখানা পরিচালনা করতেন।
জানা যায়, গত ১ মে একজন নারীর অভিযোগের ভিত্তিতে বাবুকে ধরতে যায় পুলিশ। সে সময় পুলিশের ভয়ে একতলা বাড়ি থেকে ডোবায় ঝাঁপ দেন নিলয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।
নিহত বাবুর স্বজনেরা অভিযোগ করে বলছে, ‘কয়েক দিন আগে স্থানীয় রেষারেষির জের ধরে হাসিনা বেগম নামে এক নারী তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। এরই জের ধরে এসআই রওশন বাবুকে ধরতে এসে ধাওয়া দেয়। এ সময় বাবু ভয়ে একতালা বাড়ির ওপর থেকে ডোবায় ঝাঁপ দেয়। তাকে ধরতে না পেরে ওপর থেকে ঢিল ছুড়ে মারে এসআই। এরপর থেকেই বাবু নিখোঁজ ছিল। বুধবার সকালে ডোবায় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই তার লাশ দেখতে পাই আমরা।’
এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে এসে রোষানলে পরে বন্দর থানা-পুলিশ। নিহতের স্বজনেরাসহ স্থানীয়রা অভিযুক্ত এসআই এবং হাসিনা বেগমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা বাবু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসআই রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি আমরা।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২৩ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে