
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাট-বাজারের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাট-বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দিন ছিল আজ। মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া ও তাঁর লোকজন ওই হাটের দরপত্র জমা দেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীব, যুবলীগের কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ যুবলীগের ২০-২৫ জনের একটি দল এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ারঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এই সংঘর্ষের ঘটনায় সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী, বাবুসহ ১২ জন আহত হন। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ, সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা পরিষদ থেকে বের করে দেন। পরে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া বলেন, ‘যুবলীগের সমর্থকেরা দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছিলেন। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।’
মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছে। তাঁরা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাট-বাজারের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাট-বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দিন ছিল আজ। মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া ও তাঁর লোকজন ওই হাটের দরপত্র জমা দেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীব, যুবলীগের কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ যুবলীগের ২০-২৫ জনের একটি দল এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ারঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এই সংঘর্ষের ঘটনায় সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী, বাবুসহ ১২ জন আহত হন। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ, সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা পরিষদ থেকে বের করে দেন। পরে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া বলেন, ‘যুবলীগের সমর্থকেরা দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছিলেন। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।’
মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছে। তাঁরা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে