নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন শুরু থেকেই আমাকে লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি। ১৬ ডিসেম্বর ২০ হাজার নেতাকর্মীর র্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে আমি সেই র্যালিতে যাইনি। একাধিকবার অভিযোগ দেওয়ার পরেও ক্ষমতাসীন দল এমপি, বড় বড় নেতা এনে উসকানিমূলক কথাবার্তা বলছে।’
আজ মঙ্গলবার সকালে তৈমুর তাঁর শহরে নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল উপস্থিত ছিলেন।
তৈমুর বলেন, ‘একজন সম্মানিত মেহমান বলেছেন, তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না। আরেকজন সম্মানিত নেতা বলেছেন, তৈমূর ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। তিনি ২৪ ঘণ্টায় আমাকে রেজাল্ট দেখানোর কথা বলেছেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও আমার নির্বাচনের সিদ্ধিরগঞ্জ সমন্বয়ক মনিরুল ইসলাম রবি গ্রেপ্তার হয়েছে।’
তৈমূর আরও বলেন, ‘যেদিন আমি নমিনেশন ক্রয় করি, জমা দেই, প্রতীক বরাদ্দের দিনেও রবি আমার সঙ্গে ছিল। এত দিন তার ওয়ারেন্ট নিয়ে মাথাব্যথা ছিল না। ঘুঘু দেখানোর জন্য জাহাঙ্গীর কবির নানক সাহেব যখন বললেন, তার পরেই গ্রেপ্তার। আপনারা কি চান না, নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক? আমার ওয়ার্ড বিএনপির নেতা মোশাররফ হোসেনের বাসায় পুলিশ তল্লাশি করেছে। মাজহারুল ইসলাম জোসেফের বাড়িতে তল্লাশি হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে।’
তৈমুর আলম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সরকারি দল শুধু বলে বিএনপি নির্বাচনে আসে না, ভয় পায় ৷ এখন প্রমাণ দেখেন, কেন রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে। কেন তারা আসতে চায় না, এর জলজ্যান্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়। এই কাজের কারণে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অবশ্যই নারায়ণগঞ্জের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এর পরে এর পুনরাবৃত্তি ঘটতে থাকলে এসপি অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার অন্য কোনো উপায় থাকবে না।’
আরও পড়ুন:

নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন শুরু থেকেই আমাকে লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি। ১৬ ডিসেম্বর ২০ হাজার নেতাকর্মীর র্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে আমি সেই র্যালিতে যাইনি। একাধিকবার অভিযোগ দেওয়ার পরেও ক্ষমতাসীন দল এমপি, বড় বড় নেতা এনে উসকানিমূলক কথাবার্তা বলছে।’
আজ মঙ্গলবার সকালে তৈমুর তাঁর শহরে নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল উপস্থিত ছিলেন।
তৈমুর বলেন, ‘একজন সম্মানিত মেহমান বলেছেন, তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না। আরেকজন সম্মানিত নেতা বলেছেন, তৈমূর ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। তিনি ২৪ ঘণ্টায় আমাকে রেজাল্ট দেখানোর কথা বলেছেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও আমার নির্বাচনের সিদ্ধিরগঞ্জ সমন্বয়ক মনিরুল ইসলাম রবি গ্রেপ্তার হয়েছে।’
তৈমূর আরও বলেন, ‘যেদিন আমি নমিনেশন ক্রয় করি, জমা দেই, প্রতীক বরাদ্দের দিনেও রবি আমার সঙ্গে ছিল। এত দিন তার ওয়ারেন্ট নিয়ে মাথাব্যথা ছিল না। ঘুঘু দেখানোর জন্য জাহাঙ্গীর কবির নানক সাহেব যখন বললেন, তার পরেই গ্রেপ্তার। আপনারা কি চান না, নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক? আমার ওয়ার্ড বিএনপির নেতা মোশাররফ হোসেনের বাসায় পুলিশ তল্লাশি করেছে। মাজহারুল ইসলাম জোসেফের বাড়িতে তল্লাশি হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে।’
তৈমুর আলম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সরকারি দল শুধু বলে বিএনপি নির্বাচনে আসে না, ভয় পায় ৷ এখন প্রমাণ দেখেন, কেন রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে। কেন তারা আসতে চায় না, এর জলজ্যান্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়। এই কাজের কারণে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অবশ্যই নারায়ণগঞ্জের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এর পরে এর পুনরাবৃত্তি ঘটতে থাকলে এসপি অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার অন্য কোনো উপায় থাকবে না।’
আরও পড়ুন:

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৯ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে