Ajker Patrika

নারায়ণগঞ্জের ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে সমর্থন দিতেন: তৈমূর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৪১
নারায়ণগঞ্জের ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে সমর্থন দিতেন: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ভোটার হলে তিনিও আমাকে সমর্থন দিতেন।’ আজ শনিবার নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডে প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।

তৈমূর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে বলেছিলেন তৈমূর আলম খন্দকার জেতার মতো লোক। প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন, আমি তাঁর কাছেও ভোট চাইতে যেতাম। আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে ভোট দিতেন। বিগত পঞ্চাশ বছরে স্বচ্ছ ও গণমুখী কর্মকাণ্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিত বলে আমার বিশ্বাস।’ 

তৈমূর বলেন, ‘মানুষ যখন একটা প্রার্থী খুঁজে বেড়াচ্ছিল তখন জনমানুষের ডাকে সাড়া দিয়ে আমি প্রার্থী হই। নারায়ণগঞ্জের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, জনপ্রতিনিধি, মহিলারাসহ সকলে দল মত নির্বিশেষে আমার সঙ্গে আছে। আমি কোনো দলের সাপোর্টে নির্বাচন করছি না।’ 

শামীম ওসমান ও আওয়ামী লীগের সমর্থন প্রসঙ্গে তৈমূর বলেন, ‘আমি তো আওয়ামী লীগের ভোটও চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ভোট ও সমর্থনও চাই। আমি তো সকলের ভোট চাই। যাদের নাম আপনারা বলছেন, তাঁরাও তো শহরের ভোটার। তাঁরা জনপ্রতিনিধিত্ব করছেন। আমিতো তাদেরও ভোট ও সমর্থন চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ