মান্দা (নওগাঁ) প্রতিনিধি

বিশৃঙ্খলার অভিযোগে নওগাঁর মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে পুলিশ ১৫১ ধারায় ওই ৫ জনকে আজ শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকরাজাপুর গ্রামের জাকির হোসেন (৩৪), ফরিদুল ইসলাম ফরিদ (৩৬), শফিকুল ইসলাম সুজা (৩০), রাশেদুজ্জামান রিপন (২৩) ও আরিফ হোসেন (২০)।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শরিফুল বিবি (৫৭) নামে আহত এক নারীকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন জাকির হোসেন। এ সময় হাসপাতাল চত্বরে আহত নারীর ভাতিজা জাকির হোসেনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিশৃঙ্খলার অভিযোগ এনে জাকিরসহ ৫ জনকে পুলিশ সোপর্দ করে।
আহত শরিফুল বিবির স্বামী আতাউর রহমান বলেন, ‘জমি নিয়ে একই এলাকার ফরিদুল ইসলাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন বিবাদমান জমির গাছ কাটতে শুরু করে। বাধা দেওয়ায় তাঁদের মারধরে আমার স্ত্রী শরিফুল বিবি আহত হন। স্ত্রীকে চিকিৎসার জন্য জাকির হোসেন হাসপাতালে নিয়ে আসে।’
প্রতিপক্ষের ফরিদুল ইসলাম বলেন, ‘বিবাদমান সম্পত্তি আমাদের দখলে ছিল। বৃহস্পতিবার সেই জমিতে থাকা গাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি করেন কয়েকজন ব্যক্তি। পরে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ না করায় আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারধরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

বিশৃঙ্খলার অভিযোগে নওগাঁর মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে পুলিশ ১৫১ ধারায় ওই ৫ জনকে আজ শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকরাজাপুর গ্রামের জাকির হোসেন (৩৪), ফরিদুল ইসলাম ফরিদ (৩৬), শফিকুল ইসলাম সুজা (৩০), রাশেদুজ্জামান রিপন (২৩) ও আরিফ হোসেন (২০)।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শরিফুল বিবি (৫৭) নামে আহত এক নারীকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন জাকির হোসেন। এ সময় হাসপাতাল চত্বরে আহত নারীর ভাতিজা জাকির হোসেনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিশৃঙ্খলার অভিযোগ এনে জাকিরসহ ৫ জনকে পুলিশ সোপর্দ করে।
আহত শরিফুল বিবির স্বামী আতাউর রহমান বলেন, ‘জমি নিয়ে একই এলাকার ফরিদুল ইসলাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন বিবাদমান জমির গাছ কাটতে শুরু করে। বাধা দেওয়ায় তাঁদের মারধরে আমার স্ত্রী শরিফুল বিবি আহত হন। স্ত্রীকে চিকিৎসার জন্য জাকির হোসেন হাসপাতালে নিয়ে আসে।’
প্রতিপক্ষের ফরিদুল ইসলাম বলেন, ‘বিবাদমান সম্পত্তি আমাদের দখলে ছিল। বৃহস্পতিবার সেই জমিতে থাকা গাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি করেন কয়েকজন ব্যক্তি। পরে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ না করায় আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারধরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
১৫ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
২ ঘণ্টা আগে