বাকৃবি প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে