দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গালে থাপ্পড় মারার প্রতিবাদে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী বৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহার সঙ্গে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বীর হলকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। মানববন্ধনে বক্তব্য দেন মাদারের চর এজিআই দাখিল মাদ্রাসার সুপার মো. হাসমত আলী, হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাঁন মিয়া, শাহজাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফরহাদ হোসেন, বাঘারচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক শাহ মুহাম্মদ তাপস আহসান সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পৌরসভার মেয়রকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হলে আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন বিজয় দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থাপক উপজেলা প্রশাসনের দেওয়া তালিকা মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নাম ঘোষণা করেন। এতে পৌরসভা মেয়রের নাম পাঁচ নম্বরে ডাকা হয়। এতে পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপস্থাপক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে চড়াও হয়ে তাঁর গালে থাপ্পড় মারেন। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) বরাবর লিখিত অভিযোগ করেন এবং সেদিন রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গালে থাপ্পড় মারার প্রতিবাদে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী বৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহার সঙ্গে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বীর হলকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। মানববন্ধনে বক্তব্য দেন মাদারের চর এজিআই দাখিল মাদ্রাসার সুপার মো. হাসমত আলী, হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাঁন মিয়া, শাহজাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফরহাদ হোসেন, বাঘারচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক শাহ মুহাম্মদ তাপস আহসান সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পৌরসভার মেয়রকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হলে আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন বিজয় দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থাপক উপজেলা প্রশাসনের দেওয়া তালিকা মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নাম ঘোষণা করেন। এতে পৌরসভা মেয়রের নাম পাঁচ নম্বরে ডাকা হয়। এতে পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপস্থাপক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে চড়াও হয়ে তাঁর গালে থাপ্পড় মারেন। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) বরাবর লিখিত অভিযোগ করেন এবং সেদিন রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে