কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার আমতলীতে ইসমাইল শাহের মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আমতলী পৌর শহরের বটতলা এলাকায় গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে।
৫ মিনিট আগেময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক...
১৯ মিনিট আগেকর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি...
৩০ মিনিট আগেগাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
৪৪ মিনিট আগে