ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছর পর গত ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু ওই তারিখেও বন্ধ করা হয় সম্মেলন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সরেজমিনে দেখা যায়, সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক। শুধু তাই নয়, সম্মেলন স্থগিত হওয়ার আগমুহূর্ত পর্যন্তও সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এ উপজেলায়। সকাল-সন্ধ্যা পদপ্রত্যাশী নেতাদের মিছিল-মিটিংয়ে মুখরিত ছিল পৌর এলাকাসহ ইউনিয়নগুলোও। কিন্তু শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ যেন ম্লান হয়ে গেছে। এর রেশ উপজেলাসহ তৃণমূল পর্যায়েও পড়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও আজও হয়নি সেই সম্মেলন। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। পরে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন।
জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দাবিদার আছেন অন্তত এক ডজন নেতা-কর্মী। তাই নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছিল তুমুল জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখা হলো না ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। নেতাদের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী এক নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল, সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ ম্লান হয়ে গেছে। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, নাকি সম্মেলন ছাড়াই নতুন কমিটি গঠন করা হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন প্রায় সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় উপজেলাসহ তৃণমূলের নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। ঈদুল আজহার পরপরই সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাবে বলে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ৫ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পারিভাষিক কিছু সমস্যার কারণে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সম্মেলনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য ঈদুল আজহার পর যেকোনো দিন সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৯ বছর পর গত ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু ওই তারিখেও বন্ধ করা হয় সম্মেলন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সরেজমিনে দেখা যায়, সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক। শুধু তাই নয়, সম্মেলন স্থগিত হওয়ার আগমুহূর্ত পর্যন্তও সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এ উপজেলায়। সকাল-সন্ধ্যা পদপ্রত্যাশী নেতাদের মিছিল-মিটিংয়ে মুখরিত ছিল পৌর এলাকাসহ ইউনিয়নগুলোও। কিন্তু শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ যেন ম্লান হয়ে গেছে। এর রেশ উপজেলাসহ তৃণমূল পর্যায়েও পড়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও আজও হয়নি সেই সম্মেলন। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। পরে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন।
জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দাবিদার আছেন অন্তত এক ডজন নেতা-কর্মী। তাই নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছিল তুমুল জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখা হলো না ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। নেতাদের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী এক নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল, সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ ম্লান হয়ে গেছে। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, নাকি সম্মেলন ছাড়াই নতুন কমিটি গঠন করা হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন প্রায় সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় উপজেলাসহ তৃণমূলের নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। ঈদুল আজহার পরপরই সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাবে বলে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ৫ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পারিভাষিক কিছু সমস্যার কারণে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সম্মেলনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য ঈদুল আজহার পর যেকোনো দিন সম্মেলন অনুষ্ঠিত হবে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে