ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছর পর গত ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু ওই তারিখেও বন্ধ করা হয় সম্মেলন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সরেজমিনে দেখা যায়, সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক। শুধু তাই নয়, সম্মেলন স্থগিত হওয়ার আগমুহূর্ত পর্যন্তও সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এ উপজেলায়। সকাল-সন্ধ্যা পদপ্রত্যাশী নেতাদের মিছিল-মিটিংয়ে মুখরিত ছিল পৌর এলাকাসহ ইউনিয়নগুলোও। কিন্তু শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ যেন ম্লান হয়ে গেছে। এর রেশ উপজেলাসহ তৃণমূল পর্যায়েও পড়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও আজও হয়নি সেই সম্মেলন। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। পরে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন।
জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দাবিদার আছেন অন্তত এক ডজন নেতা-কর্মী। তাই নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছিল তুমুল জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখা হলো না ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। নেতাদের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী এক নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল, সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ ম্লান হয়ে গেছে। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, নাকি সম্মেলন ছাড়াই নতুন কমিটি গঠন করা হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন প্রায় সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় উপজেলাসহ তৃণমূলের নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। ঈদুল আজহার পরপরই সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাবে বলে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ৫ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পারিভাষিক কিছু সমস্যার কারণে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সম্মেলনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য ঈদুল আজহার পর যেকোনো দিন সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৯ বছর পর গত ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু ওই তারিখেও বন্ধ করা হয় সম্মেলন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সরেজমিনে দেখা যায়, সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক। শুধু তাই নয়, সম্মেলন স্থগিত হওয়ার আগমুহূর্ত পর্যন্তও সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এ উপজেলায়। সকাল-সন্ধ্যা পদপ্রত্যাশী নেতাদের মিছিল-মিটিংয়ে মুখরিত ছিল পৌর এলাকাসহ ইউনিয়নগুলোও। কিন্তু শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ যেন ম্লান হয়ে গেছে। এর রেশ উপজেলাসহ তৃণমূল পর্যায়েও পড়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও আজও হয়নি সেই সম্মেলন। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। পরে সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। কিন্তু এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন।
জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দাবিদার আছেন অন্তত এক ডজন নেতা-কর্মী। তাই নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছিল তুমুল জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখা হলো না ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। নেতাদের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী এক নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল, সম্মেলন স্থগিত হওয়ায় সব আনন্দ ম্লান হয়ে গেছে। আদৌ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি না, নাকি সম্মেলন ছাড়াই নতুন কমিটি গঠন করা হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন প্রায় সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় উপজেলাসহ তৃণমূলের নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। ঈদুল আজহার পরপরই সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাবে বলে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ৫ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পারিভাষিক কিছু সমস্যার কারণে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সম্মেলনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য ঈদুল আজহার পর যেকোনো দিন সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে