Ajker Patrika

ফুলবাড়িয়া ৫০ হাজার গাছের চারা রোপণ উদ্বোধন

প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) 
ফুলবাড়িয়া ৫০ হাজার গাছের চারা রোপণ উদ্বোধন

রসুলপুর রেঞ্জ সন্তোষপুর বন বিভাগের রাঙ্গামাটিয়া মৌজায় ২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন ভিডিও কলের মাধ্যমে এর উদ্বোধন করেন। 

উদ্বোধনের সময় তিনি বলেন, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ ও পরিবেশ উন্নয়নে গাছের চারা রোপণের বিকল্প নেই। করোনার মধ্যে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানাচ্ছি। 

উদ্বোধন শেষে ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. আবু ইউসুফ, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালিদ, বন কমিটির সদস্য ইমদাদুল হক সেলিম অ্যাডভোকেট শীল কড়ই ও হিজল গাছের রোপণ করেন। 

রাঙ্গামাটিয়া মৌজার ৮৭৩,৮৬৮ দাগে ধারমরা, শীল কড়ই, হিজল, চিকরাশি, আকাশমণি, জাম, জামরুলসহ বিভিন্ন প্রজাতের ৫০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়। 

সন্তোষপুর বিট কর্মকর্তা আশরাফুল আলম খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. আবু ইউসুফ, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালিদ, বন কমিটির সদস্য ইমদাদুল হক সেলিম অ্যাডভোকেট, প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত