নেত্রকোনা প্রতিনিধি

ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার নেত্রকোনা-মদন কাইটাইল ইউনিয়নের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মদন থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শাহাজাহান সিরাজী, এসআই সামিউল ইসলাম, এএসআই জামিল হোসেন ও কনস্টেবল রাসেল মিয়া। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের ফুটবল খেলা শুরু হয়। খেলা নিয়ে তর্ক–বিতর্কে উভয় দলের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে দুই গ্রামের লোকজন সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কে সংঘর্ষে জড়ায়।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।/// সংঘর্ষের কারণে প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে আহত ৩৪ জন রোগীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু রোগী আবার চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শনিবার সকালে আবারও ওই দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা সালিস বৈঠকে বিষয়টি আগামী চার দিনের মধ্যে সমাধান করবেন বলে জেনেছি। এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।’

ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার নেত্রকোনা-মদন কাইটাইল ইউনিয়নের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মদন থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শাহাজাহান সিরাজী, এসআই সামিউল ইসলাম, এএসআই জামিল হোসেন ও কনস্টেবল রাসেল মিয়া। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের ফুটবল খেলা শুরু হয়। খেলা নিয়ে তর্ক–বিতর্কে উভয় দলের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে দুই গ্রামের লোকজন সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কে সংঘর্ষে জড়ায়।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।/// সংঘর্ষের কারণে প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে আহত ৩৪ জন রোগীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু রোগী আবার চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শনিবার সকালে আবারও ওই দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা সালিস বৈঠকে বিষয়টি আগামী চার দিনের মধ্যে সমাধান করবেন বলে জেনেছি। এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩৪ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে