প্রতিনিধি, পলাশবাড়ী, (গাইবান্ধা)

প্রতিদিন বিকেল নামতেই মাঠে অনুশীলন শুরু করেন নারী ফুটবল দলের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে চলতে থাকে এ অনুশীলন। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ কিংবা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রতিদিনের চিত্র এটি। ভবিষ্যতে পলাশবাড়ী থেকে অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
গাইবান্ধা পলাশবাড়ী নারী ফুটবল দলের প্রশিক্ষক সুরুজ হক লিটন বলেন, ‘পলাশবাড়ী নারী ফুটবল দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়েদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তায় একের পর এক সাফল্য ধরা দিচ্ছে।’
সুরুজ হক লিটন বলেন, ‘২০১৯ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টে রংপুর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী নারী ফুটবল দল। এখনো পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া একই বছর এসকেএস বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন, ২০২০ ও ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) টানা দুইবার গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন হওয়াসহ আরও অনেক অর্জন রয়েছে। বর্তমানে পলাশবাড়ী নারী ফুটবল দলের চারজন সদস্য ঢাকার বসুন্ধরা কিংসে সুযোগ পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে অনেক ভালো করতে বলে আমার বিশ্বাস।’
প্রতিবন্ধকতার বিষয় নিয়ে জানতে চাইলে সুরুজ হক লিটন বলেন, ‘শুরুর দিকে মাত্র তিনজন খেলোয়ারকে নিয়ে প্রশিক্ষণ করতে হয়েছে। নারীদের ফুটবল খেলা ও প্রশিক্ষণ নিয়ে অভিভাবকরা উৎসাহী ছিলেন না। শিক্ষকদের নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে মেয়েদের মাঠে নামাতে অনেক বেগ পেতে হয়েছে। বাল্যবিয়ের একটা প্রকোপ ছিল। সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের পথচলা।’

প্রতিদিন বিকেল নামতেই মাঠে অনুশীলন শুরু করেন নারী ফুটবল দলের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে চলতে থাকে এ অনুশীলন। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ কিংবা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রতিদিনের চিত্র এটি। ভবিষ্যতে পলাশবাড়ী থেকে অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
গাইবান্ধা পলাশবাড়ী নারী ফুটবল দলের প্রশিক্ষক সুরুজ হক লিটন বলেন, ‘পলাশবাড়ী নারী ফুটবল দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়েদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তায় একের পর এক সাফল্য ধরা দিচ্ছে।’
সুরুজ হক লিটন বলেন, ‘২০১৯ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টে রংপুর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী নারী ফুটবল দল। এখনো পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া একই বছর এসকেএস বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন, ২০২০ ও ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) টানা দুইবার গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন হওয়াসহ আরও অনেক অর্জন রয়েছে। বর্তমানে পলাশবাড়ী নারী ফুটবল দলের চারজন সদস্য ঢাকার বসুন্ধরা কিংসে সুযোগ পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে অনেক ভালো করতে বলে আমার বিশ্বাস।’
প্রতিবন্ধকতার বিষয় নিয়ে জানতে চাইলে সুরুজ হক লিটন বলেন, ‘শুরুর দিকে মাত্র তিনজন খেলোয়ারকে নিয়ে প্রশিক্ষণ করতে হয়েছে। নারীদের ফুটবল খেলা ও প্রশিক্ষণ নিয়ে অভিভাবকরা উৎসাহী ছিলেন না। শিক্ষকদের নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে মেয়েদের মাঠে নামাতে অনেক বেগ পেতে হয়েছে। বাল্যবিয়ের একটা প্রকোপ ছিল। সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের পথচলা।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে