ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহের ‘সুন্দর মহল’ নামে পরিচিত বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর টাউন হল বাড়িটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
জানা গেছে, এরশাদের পৈতৃক এ বাড়ি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে সবার কাছে পরিচিত। গত ৫ আগস্টের পর রাজনৈতিক কার্যালয়টি বন্ধ ঘোষণা করে কুটুমবাড়ি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এর পর থেকে বাড়িটি ঘিরে নানা আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে। এখন তারা গা বাঁচাতে সুশীলদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়।’
ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব মানববন্ধনে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে যাদের অবদান ছিল, তাদের একটি অংশ আজকে দালাল মহলের সামনে উপস্থিত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে,. সবগুলোতেই রওশন এরশাদ সমর্থন জানিয়েছেন শেখ হাসিনাকে। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে।’
সুন্দর মহলের ভেতরে গিয়ে দেখা গেছে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ও ভেতরে অবস্থিত কেয়ারটেকারের থাকার বাসাটিও ভাঙা। সামনে দ্বিতীয় তলার বারান্দায় টানানো হয়েছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সাইনবোর্ড। দেয়াল ভাঙার ইটগুলোর পলেস্তারা খুলে পরিষ্কার করা হয়েছে। সুন্দর মহল লেখাটি এখনো জ্বলজ্বলে থাকলেও সঙ্গে ভবনের বিভিন্ন অংশে ‘দালাল মহল’ লিখে রেখেছেন ছাত্র-জনতা। এর আগে সরকার পতনের দিন ভবনটি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানাপ্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতিবিজড়িত কবরটি রয়েছে। অনেকে এখন কারণে–অকারণে আকর্ষণীয় বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। রওশন এরশাদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আব্দুল আউয়াল সেলিম আরও জানান, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবে। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহের ‘সুন্দর মহল’ নামে পরিচিত বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর টাউন হল বাড়িটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
জানা গেছে, এরশাদের পৈতৃক এ বাড়ি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে সবার কাছে পরিচিত। গত ৫ আগস্টের পর রাজনৈতিক কার্যালয়টি বন্ধ ঘোষণা করে কুটুমবাড়ি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এর পর থেকে বাড়িটি ঘিরে নানা আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে। এখন তারা গা বাঁচাতে সুশীলদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়।’
ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব মানববন্ধনে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে যাদের অবদান ছিল, তাদের একটি অংশ আজকে দালাল মহলের সামনে উপস্থিত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে,. সবগুলোতেই রওশন এরশাদ সমর্থন জানিয়েছেন শেখ হাসিনাকে। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে।’
সুন্দর মহলের ভেতরে গিয়ে দেখা গেছে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ও ভেতরে অবস্থিত কেয়ারটেকারের থাকার বাসাটিও ভাঙা। সামনে দ্বিতীয় তলার বারান্দায় টানানো হয়েছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সাইনবোর্ড। দেয়াল ভাঙার ইটগুলোর পলেস্তারা খুলে পরিষ্কার করা হয়েছে। সুন্দর মহল লেখাটি এখনো জ্বলজ্বলে থাকলেও সঙ্গে ভবনের বিভিন্ন অংশে ‘দালাল মহল’ লিখে রেখেছেন ছাত্র-জনতা। এর আগে সরকার পতনের দিন ভবনটি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানাপ্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতিবিজড়িত কবরটি রয়েছে। অনেকে এখন কারণে–অকারণে আকর্ষণীয় বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। রওশন এরশাদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আব্দুল আউয়াল সেলিম আরও জানান, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবে। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে